Mamata on Suvendu: ‘অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে..’, শুভেন্দুকে এ কথা বললেন মমতা?
Mamata on Suvendu: এদিন শুরু থেকেই সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া নিয়ে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা নিয়ে উত্তাল হয় বিধানসভা। তৃণমূল বিধায়করা তরফে নিন্দা প্রস্তাব আনতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি বিধায়করা।

কলকাতা: ফের ওয়াক আউট তৃণমূলের। ফের উত্তাল বিধানসভা। এবার সংঘ্যালঘু বিতর্কে বিধানসভার অন্দরেই তুমুল বচসা তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে। বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ছেড়ে কথা বললেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে ধার বাড়ালেন আক্রমণের। নাম না করে খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। সাফ বললেন, “কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায় তাহলে কিছু বলার নেই। আপনি চাইলে অন্ধকার নিয়ে বাঁচুন। আপনি চাইলে কুৎসা নিয়ে বাঁচুন। কিন্তু দেশকে নষ্ট করবেন না।” এরপরই মমতার স্পষ্ট হুঁশিয়ারি, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না।”
প্রসঙ্গত, এদিন শুরু থেকেই সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া নিয়ে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা নিয়ে উত্তাল হয় বিধানসভা। তৃণমূল বিধায়করা তরফে নিন্দা প্রস্তাব আনতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়ে প্রতিবাদে সরব হন। মমতার বর্ক্তৃতার মধ্যেই শুরু হয়ে যায় চরম হই-হট্টগোল। যদিও তার মধ্যেই বলতে শুরু করেন মমতা। বলতে উঠেই বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে চলে যান মমতা। খোঁচার পর খোঁচা দেন শুভেন্দুকেও।
শুভেন্দুর নাম না নিয়ে বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।” এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট। এখন থেকেই তাতছে বঙ্গ রাজনীতির মাটি। কয়েকদিন আগেই পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে ভিড়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অন্যদিকে পাল্টা তৃণমূলকে ঠেকাতে ময়দানে রয়েছে পদ্ম ব্রিগেডও। এই আবহে মমতার এই ‘খোঁচা’ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের।





