ইয়াসে বিপর্যস্ত দিঘাকে সাজাতে আলাপনে আস্থা মমতার, দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে মুখ্যসচিব

সৈকত দাস |

May 28, 2021 | 8:37 PM

দিঘা সৈকতে অবস্থিত দোকান-বাজার, হোটেল থেকে একাধিক গ্রামকে কার্যত গুঁড়িয়ে দিয়ে গিয়েছে ইয়াস। সেই বিপর্যস্ত দিঘাকে ঢেলে সাজাতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইয়াসে বিপর্যস্ত দিঘাকে সাজাতে আলাপনে আস্থা মমতার, দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে মুখ্যসচিব
মমতা বন্দ্যোপাধ্যায় ও আলাপন বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)-এর তাণ্ডবে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দিঘা (Digha)। দিঘা সৈকতে অবস্থিত দোকান-বাজার, হোটেল থেকে একাধিক গ্রামকে কার্যত গুঁড়িয়ে দিয়ে গিয়েছে ইয়াস। সেই বিপর্যস্ত দিঘাকে ঢেলে সাজাতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বিশেষ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা উন্নয়ন পর্ষদের (Digha Development Authority) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে।

গত বুধবার ইয়াস আছড়ে পড়ার পর দু’ দিন অতিক্রান্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। সেই মতো এদিন প্রথমে দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখান থেকে আকাশ পথে যান কলাইকুন্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করে ফের দিঘা যান মমতা। তার পর প্রশাসনিক বৈঠকে থেকে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।

এদিন বৈঠকে ব্লক আধিকারিকদের সঙ্গে কথা বলে দিঘার ক্ষয়ক্ষতির বিস্তারিত খবরাখবর নেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে জানানো হয়, ঝড়ে পূর্বমেদিনীপুরের উপকূল এলাকার ১২টি ব্লক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে প্রায় ১৮ লক্ষ মানুষ। সমুদ্রের নোনাজল ঢুকে কৃষিজমি থেকে মাছচাষ, সবকিছুর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

দিঘা সৈকত সহ অন্যান্য জায়গার ক্ষতির বিবরণ পাওয়ার পর জলদি নেওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, দ্রুত পরিস্থিতি মোকাবিলায় আপাতত দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দেওয়া হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, বর্তমানে দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ ফাঁকা রয়েছে। আপদকালূীন পরিস্থিতিতে তাই সেই পদ পূরণে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। খুব তাড়াতাড়ি দিঘার পুরনো সৌন্দর্য ফেরাতে রাজ্যের মুখ্যসচিবকেই দায়িত্ব সঁপলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:‘শুভেন্দুকে দেখে মমতা কি প্রত্যেকবার এ ভাবেই পালিয়ে যাবেন?’

এর পাশাপাশি একটি বিশেষ কমিটি গঠনের কথাও বলেন মমতা। তাতে দুর্গতদের সমস্যার দিকে নজর রাখা, প্রত্যেকে জল, খাবার, ত্রিপল ইত্যাদি পাচ্ছেন কি না, সেই খোঁজ নেওয়া হবে। দিঘা সৈকতের যে এলাকার টানে পর্যটকরা ভিড় জমাতেন, সেই জায়গা দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দিঘার রাস্তাঘাট যাতে দ্রুত মেরামত হয়, সেদিকে নজর দেওয়ার কথা বলেন তিনি।

Next Article