Govt Job: সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিশেষ নির্দেশিকা নবান্নের
WB Govt Job: সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে পুলিশি যাচাই প্রক্রিয়া এবং মেডিক্যাল রিপোর্ট পেতে দেরি হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগে দেরি হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

কলকাতা: সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশেষ নির্দেশিকা দিল রাজ্য। নিয়োগে যাতে দেরি না হয়, সেই কারণে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক সরকারি দফতর থেকে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ উঠেছিল। সেই বিষয়েই এদিন নির্দেশিকা দেওয়া হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশের ভেরিফিকেশন ৩০ দিনের মধ্যেই করে নেওয়ার কথা। অর্থাৎ প্রার্থী যখন নিয়োগপত্র পাবেন, তার থেকে ৩০ দিনের মধ্যেই সম্পূর্ণ করার কথা ওই দুই প্রক্রিয়া। কিন্তু সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে পুলিশি যাচাই প্রক্রিয়া এবং মেডিক্যাল রিপোর্ট পেতে দেরি হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগে দেরি হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
সেই প্রক্রিয়া যাতে দেরি না হয়, সেই কারণেই মুখ্যসচিব এই বিশেষ নির্দেশিকা দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রের খবর। রাজ্যের প্রতিটি দফতরকেই এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। নির্দেশিকা পাঠানো হয়েছে সব দফতরের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং অ্যাডিশনাল সেক্রেটারির কাছে।
সংশ্লিষ্টে দায়িত্বে যে আধিকারিকরা আছেন, তাঁদের সতর্ক করেছেন মুখ্যসচিব। প্রয়োজনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
