জোড়াবাগান কাণ্ডে ফেসবুকে নির্যাতিতার নাম লিখে বিতর্কে অনুপম, নোটিস শিশু সুরক্ষা কমিশনের

ঋদ্ধীশ দত্ত |

Feb 10, 2021 | 10:42 PM

অনুপম একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে ওই নাবালিকার হয়ে ন্যায় চেয়ে তিনি তার নাম প্রকাশ করেন। আর তারপরই কমিশনের তরফ থেকে বিষয়টির নিন্দা করা হয়।

জোড়াবাগান কাণ্ডে ফেসবুকে নির্যাতিতার নাম লিখে বিতর্কে অনুপম, নোটিস শিশু সুরক্ষা কমিশনের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: জোড়াবাগান কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বড় বিতর্কে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। নির্যাতিতা নাবালিকার নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের রোষের মুখে পড়েছেন তিনি। তাঁকে নোটিস পাঠিয়েছে শিশু সুরক্ষা কমিশন।

বুধবার জোড়াবাগানের ওই নাবালিকার যৌননিগ্রহ ও খুনের ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের কাছে যান অনুপম হাজরা। তিনি সঙ্গে ওই নাবালিকার বাবা ও কাকাকে সঙ্গে করে নিয়ে যান। এরপরই অনুপম একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে ওই নাবালিকার হয়ে ন্যায় চেয়ে তিনি তার নাম প্রকাশ করেন। আর তারপরই কমিশনের তরফ থেকে বিষয়টির নিন্দা করা হয়। একইসঙ্গে একটি নোটিস জারি করে কমিশন।

কমিশন সূত্রে খবর, এরপরই পোস্টে ওই নাবালিকার নাম পরিবর্তন করে দেন বিজেপি নেতা। কিন্তু পোস্টে নাম পরিবর্তন করলেও কার জন্য ‘জাস্টিস’ চাইছেন, সেই অংশে বুধবার পর্যন্ত নাবালিকার নাম রয়ে গিয়েছে বলে জানিয়েছে কমিশন। কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জানান, “ভারতীয় দণ্ডবিধি বলছে কোনও নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা যায় না। কিন্তু ওই নেতা সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ করেছেন।”

আরও পড়ুন: মমতার উত্তরসূরি অভিষেক নন, মহুয়া, মনে করেন তসলিমা

এ বিষয়ে অনুপম হাজরাকে ফোন করা হলে তিনি বলেন, “আমার যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা লিখেছেন। আমি দেখছি কী হয়েছে। তবে কমিশনের চিঠি পেলে আমি আইন মেনেই উত্তর দেব।”

আরও পড়ুন: ভোটের মুখে দুই জেলাশাসক-সহ ৯ আইএএস অফিসার বদলির বিজ্ঞপ্তি নবান্নের

Next Article