কলকাতা: সল্টলেকের সুকান্তনগরে চিংড়িহাটা ফ্লাইওভারে ফাটল। বিপদ মাথায় নিয়েই চলাচল নিত্যযাত্রীদের। সকালে সেক্টর ফাইভগামী রাস্তায় একাধিক গর্ত দেখতে পান গাড়িচালকরা। দুর্ঘটনার বড় আশঙ্কা থাকছেই। চিংড়িহাটা উড়ালপুল দিয়ে ধীরে গাড়ি চলাচল হচ্ছে। ইএম বাইপাস থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী এই সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল একটি ব্যস্ততম রাস্তা। প্রত্যেক দিন এই রাস্তা ধরে প্রচুর গাড়ি যাতায়াত করে। উড়ালপুলের শেষ প্রান্ত অর্থাৎ সুকান্তনগরের দিকে বড় বড় গর্ত দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গর্ত মাঝেমধ্যেই রাস্তায় দেখতে পাওয়া যায়।
এই নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? এই এলাকায় নিউ গড়িয়া মেট্রো রুটের কাজ চলছে। ফলে ভারী যন্ত্রপাতি ও মেশিনের ব্যবহার হচ্ছে। আবার স্থানীয় বাসিন্দাদেরই অনেকে বলছেন, রাস্তায় ভারী যানবাহন চলাচল করে। সেই কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। কেএমডিএ কি কোনও ব্যবস্থা নেবে? আদৌ উড়ালপুল বন্ধ করে দেওয়া হবে নাকি উড়ালপুলের একাংশ বন্ধ করে মেরামতির কাজ চলবে? এখনও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। দু’একদিনের মধ্যে বৃষ্টি হওয়ারও পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। দ্রুত এই ফাটল মেরামতির আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কেএমডি-এ আধিকারিক চিংড়িঘাটা উড়ালপুলে যে সকল জায়গায় গর্ত রয়েছে, তা খতিয়ে দেখে ছবি তুলে নিয়ে গেলেন।