কলকাতা: বারাবর বলেছেন তিনি নির্দোষ, তাঁকে ফাঁসানো হয়েছে। দিনটা ছিল ৯ অক্টোবর। সেদিন তো শুনানি চলাকালীন বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন তিনি কিছুই করেননি। সাফ বলেছিলেন, “স্যর আমি কিছু করিনি, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।” কয়েকদিন আগে আবার সরাসরি তোপ দেগেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। আদালত থেকে বেরিয়ে চিৎকার করে বলেছিলেন, বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। প্রিজন ভ্যান থেকেই চিৎকার করে বলতে শুরু করে, “আমি ধর্ষণ খুন করিনি। সরকার ফাঁসাচ্ছে” সঙ্গে এও বলে, “যান গিয়ে আসল লোককে ধরুন…।” এবার একেবারে নতুন স্টান্ট আরজি কর মামলায় ধৃত সিভিকের। ফাঁসানো হয়েছে বলে সরব হওয়ার পর এবার শিয়ালদহ আদালতে ‘ফ্লাইং কিস’ ছুড়লেন। তা নিয়েই শুরু চর্চা।
প্রসঙ্গত, আরজি করে খুন-ধর্ষণ মামলায় আগেই চার্জশিট দিয়েছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট জমা পড়ে। গত ৪ তারিখ আরজি কর মামলায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ১১ তারিখ থেকে চলছে টানা শুনানি। প্রায় প্রত্যেকদিনই আদালত যাওয়ার পথে কোনও কোনও মন্তব্য করতে দেখা গিয়েছে ধৃতকে।
বিস্ফোরক অভিযোগ করেছেন একেবারে ডিপার্টমেন্টের বিরুদ্ধে। সাংবাদিকদের সামনেই বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছে।” প্রসঙ্গত, ৯ অগস্টের ঘটনার পর তাঁকে প্রথম পাকড়াও করে কলকাতা পুলিশ। গ্রেফতারের পর আবার বলেছিলেন, “আমিই দোষী। আমাকে ফাঁসি দিন।” যদিও তারপর ছিল দীর্ঘ বিরতি। আর তারপরেই একের পর ‘বোমা’। এবার একেবারে ‘ফ্লাইং কিস’।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)