কলকাতা: আরজি করের ঘটনার মাঝে মূল অভিযুক্তের তালিকায় উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের নাম। কলকাতা পুলিশের পর এবার সে সিবিআই হেফাজতে। চলছে তোলপাড়। এরইমধ্যে পুজোর ঠিক আগেই সেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর শোনাল কলকাতা পুলিশ। বেড়ে গেল এককালীন বোনাস। শুধু সিভিকরাই নন, একই সুবিধা পেতে চলেছেন ভিলেজ পুলিশরাও।
আগে যে বোনাসের পরিমাণ ছিল ৫৩০০ টাকা। তা এখন হল ৬০০০ টাকা। এই মাত্রাতেই এবারের এড-হক বোনাস বাড়াল নবান্ন। যদিও প্রশাসন বলছে, বোনাস বাড়ানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগেই। বোনাস বাড়ানোর জন্য ফাইল অর্থ দফতরে পাঠানো হয়েছিল। অবশেষে এসেছে অর্থ দফতরের সবুজ সংকেত। সোজা কথায়, নতুন কাঠামোয় বোনাস মঞ্জুর হতেই এদিন সেটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে।
আগে অর্ডার থাকলেও সেখানে সিভিক ভলান্টিয়র বা ভিলেজ পুলিশ নামটা উল্লেখ ছিল না বলে খবর। তারপরই স্বরাষ্ট্র দফতর থেকে অর্থ দফতরের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়। তারপরই দেখা যায় তাঁরা সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নামটা উল্লেখ করে। বলা হয় এরাও পাবেন। পুজোর মুখে এ খবর যে দুই বাহিনীর জন্যই বড়সড় খুশির খবর তা বলার অপেক্ষা রাখে না।