কলকাতার আকাশে বিমান বিভ্রাট, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বিচারপতি

ঋদ্ধীশ দত্ত |

Dec 23, 2020 | 11:04 PM

এদিন তাঁর বিমানে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তৎক্ষণাৎ সেই বিমানটিকে ফিরিয়ে আনা হয় কলকাতা বিমানবন্দরে।

কলকাতার আকাশে বিমান বিভ্রাট, অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান বিচারপতি
কলকাতার আকাশে বিমান বিভ্রাট, অল্পের জন্য রক্ষা পেলেন 'সুপ্রিম' বিচারপতি

Follow Us

কলকাতা: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) শরদ অরবিন্দ বোবদে (Sharad Arvind Bobde)। এদিন তাঁর বিমানে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তৎক্ষণাৎ সেই বিমানটিকে ফিরিয়ে আনা হয় কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, বিমানটি অবতরণের পর প্রধান বিচারপতি-সহ বাকি যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

বুধবার প্রধান বিচারপতি আগরতলা থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন কলকাতা হয়ে। এয়ার ইন্ডিয়ার 530 নম্বর বিমান সন্ধে ৭টা ১৪ মিনিটে কলকাতার মাটি ছাড়ে। কিন্তু তারপরই যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সূত্রের খবর, বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলটরা। এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি দেয়। অবতরণের সময় রানওয়ের কাছে জরুরি পরিষেবা মোতায়েন করা ছিল।

আরও পড়ুন: বর্ষবরণ হোক বা রাজনৈতিক সমাবেশ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

বিমানে থাকা ১৪৬ জন যাত্রী এবং ভিভিআইপি সুরক্ষিত রয়েছেন। তবে এদিনের মতো তাঁদের হায়দরাবাদ যাত্রা বাতিল হয়ে গিয়েছে। শহরের একটি পাঁচতারা হোটেলে রাত কাটাবেন সবাই। আগামিকাল অন্য একটি বিমানে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: আচমকাই বিকট শব্দ শুনে ঘুম ভাঙে, রাতের ট্রেনে কলকাতার চিকিত্সকের সঙ্গে বিভৎস ঘটনা!

Next Article