বর্ষবরণ হোক বা রাজনৈতিক সমাবেশ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

ঋদ্ধীশ দত্ত |

Dec 23, 2020 | 10:18 PM

সাতটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ 'জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' এমনই আবেদন জানালো বুধবার। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ এবং নতুন স্ট্রেনের উপস্থিতির কারণে ভিড় থেকে দূরে থাকার এই পরামর্শ বিশেষজ্ঞদের।

বর্ষবরণ হোক বা রাজনৈতিক সমাবেশ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের

Follow Us

কলকাতা: সামনেই বর্ষবরণ, তারপর আবার বিধানসভা ভোটও আসছে। তবে দুশ্চিন্তা বাড়িয়ে রেখেছে করোনার (Coronavirus) নতুন স্ট্রেন। তাই বড়দিন কিংবা রাজনৈতিক কর্মসূচি, সবকিছু থেকেই সাধারণ মানুষকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সাতটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’ এমনই আবেদন জানালো বুধবার। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ এবং নতুন স্ট্রেনের উপস্থিতির কারণে ভিড় থেকে দূরে থাকার এই পরামর্শ বিশেষজ্ঞদের।

শারদীয়া উৎসব, মহরম-সহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন করেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত। এখন আসছে বড়দিন, নববর্ষ, গঙ্গাসাগর মেলা। শীতের সময় প্রতিবছর রাজ্যের বিভিন্ন স্থানে নানা ধরনের মেলা হয়। এসব উপলক্ষে সব জায়গাতেই ব্যাপক জনসমাগম ঘটে। চিকিৎসকদের যৌথ মঞ্চের স্পষ্ট আবেদন, কোভিড সংক্রমণ থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলতে হবে।

আবেদনকারী সংগঠনের যুক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে যখনই কোনও কারণে সমাবেশ বা ভিড় হয়েছে, সেখানেই নতুন করে সংক্রমণ বৃদ্ধির ঘটনা ঘটছে। কোভিড আমাদের রাজ্য, দেশ বা পৃথিবীতে বহাল তবিয়তে আছে। এখন অনেক দেশেই নতুন করে সংক্রমণের ঢেউ উঠেছে। একাধিক দেশে ফের শুরু হয়েছে লকডাউন।

আরও পড়ুন: বড় দিনেই ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা, কথা বলবেন খোদ প্রধানমন্ত্রী

যৌথ মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, ‘আবার রাজ্যের মানুষের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা ভিড় এড়াতে তথা সংক্রমণ থেকে বাঁচতে উৎসব উদযাপনের উন্মাদনা থেকে বিরত থাকুন। মেলার আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখুন।’ সংগঠনের তরফে বিশেষজ্ঞ হীরালাল কোঙার বলেন, “অতি অপ্রিয় হলেও আমরা বলতে বাধ্য হচ্ছি, আসন্ন নির্বাচন উপলক্ষে যে কোন সমাবেশে বা অন্য কোনও সমাবেশে অংশগ্রহণ করার আগে ভেবে দেখুন- সবাই মিলে যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সমাবেশ হচ্ছে তো?” পুণ্যব্রত গুণ বলেন, “শুধু নিজের সুরক্ষাবিধিই যথেষ্ট নয় সংক্রমণ ঠেকাতে। আপনি নিজেই শেষ পর্যন্ত কোভিডের শিকার হওয়ার পথে হাঁটতে শুরু করছেন না তো? নিজের পরিবারের সকলের স্বার্থে সতর্ক হন।”

এই আবেদন পাঠানো হচ্ছে সরকার-প্রশাসনের কাছেও।

আরও পড়ুন: ব্রিটেন থেকে আগত ১৬ যাত্রী করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বিশেষ ল্যাবে

Next Article