ব্রিটেন থেকে আগত ২২ যাত্রী করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বিশেষ ল্যাবে

ব্রিটেন ফেরত যে সকল ব্যক্তির করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে, তাঁদের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি (National institute of Virology) বা অন্য কোনও বিশেষ ল্যবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে।

ব্রিটেন থেকে আগত ২২ যাত্রী করোনা আক্রান্ত, নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বিশেষ ল্যাবে
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2020 | 8:21 AM

নয়া দিল্লি: করোনার নতুন ‘স্ট্রেন’ নিয়ে চিন্তা বাড়ল আরও। বিগত কয়েক দিনে ব্রিটেন (Britain) থেকে আগত যাত্রীদের মধ্যে ২২ জনের করোনা রিপোর্ট পজ়িটিভ (COViD-19 Positive) এসেছে, বুধবার এমনটাই জানাল কেন্দ্র।

ব্রিটেনেই প্রথম করোনা ভাইরাসের নতুন স্ট্রেন দেখা দিয়েছিল। সেখান থেকে ইতালি (Italy) ও অস্ট্রেলিয়া (Australia)-তেও ছড়িয়ে পড়েছে এই অভিযোজিত করোনা ভাইরাস। গতকালই কেন্দ্রের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছিল, ভারতে এখনও নতুন স্ট্রেনের খোঁজ মেলেনি। আজ কেন্দ্র জানায়, এখনও অবধি ব্রিটেন থেকে আগত মোট ২২ জন যাত্রীর করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে। এরমধ্যে আটজন অমৃতসরের, এগারো জন নয়া দিল্লির, দুই জন কলকাতা ও চেন্নাইয়ের একজন বাসিন্দা রয়েছেন। এনারা সকলেই সরাসরি ব্রিটেন থেকে বা ভায়া ব্রিটেন হয়ে দেশে ফিরেছেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ব্রিটেন ফেরত যে সকল ব্যক্তির করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে, তাঁদের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি (National institute of Virology) বা অন্য বিশেষ কোনও ল্যবরেটরিতে পাঠানো হবে। সেখানে পরীক্ষা করে দেখা হবে, আক্রান্ত ব্যক্তিরা অভিযোজিত করোনা ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়েছেন কিনা।

আরও পড়ুন: ‘নতুন’ করোনা আরও শক্তিশালী, কেন্দ্রও স্বীকার করে বলল ‘সুপার স্প্রেডার’

ইতিমধ্যেই ব্রিটেন থেকে আগত সমস্ত উড়়ান আগামী ৩১ ডিসেম্বর অবধি বাতিল করেছে সরকার। তার দুদিন আগে থেকেই ব্রিটেন ফেরত সমস্ত যাত্রীর আরটিপিসিআর (RT-PCR Test) পরীক্ষা করানো হয়। বিগত চার সপ্তাহে যারা ব্রিটেন থেকে এসেছেন, তাঁদের চিহ্নিতকরণের প্রক্রিয়াও শুরু করা হয়েছে এবং গত দু সপ্তাহে দেশে ফিরেছেন এমন ব্যক্তিদের নিজেদের স্বাস্থ্যের উপর কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে সরকার।

ইতিমধ্যেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের ভয়ে বাণিজ্যনগরী মুম্বই ও কর্নাটক রাত্রিকালীন কারফিউ জারি করেছে। প্রতিটি বিমানবন্দরেও নিয়মে কড়াকড়ি জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘ভারতের সময় কবে আসবে?’, করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের