কলকাতা : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত! এবার সরাসরি সংঘাতে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তিলজলা থানার ওসি-র বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। অন্যদিকে, পাল্টা অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। প্রিয়ঙ্ক কানুনগোর বিরুদ্ধে দুর্ব্যবহার করা ও হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে প্রিয়ঙ্ক কানুনগোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। এই অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন সুদেষ্ণা রায়। শনিবার মালদহে ফের মুখোমুখি হয়েছে দুই কমিশনের প্রতিনিধিরা। তিলজলায় সংঘাতের পর এবার মালদহে ছাত্রীকে ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে গিয়েছেন তাঁরা।
সুদেষ্ণা রায় TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি তাঁর দিকে আঙুল তুলে গেট আউট বলে চিৎকার করেছিলেন প্রিয়ঙ্ক। তিনি বলেন, ‘রাজ্য ও জাতীয় দুই শিশু সুরক্ষা কমিশন দুজনেরই একই এক্তিয়ার আছে। ওঁরা কখনই আমাদের জানিয়ে আসেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে সমন্বয় সাধন করে কাজ করতে হবে। তাই আমি গিয়েছিলাম। উনি লাফিয়ে উঠে বলেন গেট আউট। আঙুল তুলে তেড়ে আসেন আমার দিকে। এমন চীৎকার করেন, যা বাইরে থেকে সবাই শুনেছেন।’
প্রিয়ঙ্ক কানুনগো দাবি করেছেন, গুন্ডা নিয়ে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে সুদেষ্ণা রায় বলেন, আমার সঙ্গে ছিলেন কমিশনের সেক্রেটারি, আমার পিএসও ও উপদেষ্টা ছিল। তাঁদের উনি বলেছেন গুন্ডা। সুদেষ্ণা রায়ের প্রশ্ন, ‘কী গোপন করছেন প্রিয়ঙ্ক কানুনগো? কোন অ্যাজেন্ডা নিয়ে এসেছেন তিনি? কেন সবার সামনে কথা বলতে পারবেন না? অন্য কোনও উদ্দেশ্য আছে?’ তিলজলায় শিশু মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের টিম। শুক্রবার তিলজলা থানায় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কমিশন।