কলকাতা: গরমের দাপট কমতে না কমতেই দুয়ারে বর্ষা। ১৯ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা, বলছে হাওয়া অফিস। এদিকে ভারতের মূল ভূখণ্ডে কেরলে এবার নির্ধারিত সময়ের একদিন আগে ঢুকছে বর্ষা। সাধারণত ১ জুন ঢোকে বর্ষা। এবার ঢুকছে ৩১ মে। তবে বাংলায় গরমের বেশ ভালই দাপট চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম বেশি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরমের দাপট বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে শনিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেও। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে।
রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একই ছবি দেখা যাবে সোমবারও। বৃষ্টি হতে পারে সব জেলাতেই। তার মধ্যে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
এদিকে সোমবার আবার ভোট রয়েছে হাওড়া ও হুগলিতে। ওই দিন আবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে ঠিকঠাক আবহাওয়া থাকলেও বেলা বাড়লে গরমের দাপট বাড়বে। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে।