Durga Puja: গত বছর ৩৬৫ কোটি, এবার পুজো অনুদানে একলাফে কত কোটি খরচ বাড়ল রাজ্যের
Durga Puja: ক্লাবের সংখ্যা খুব বেশি না বাড়লেও প্রতি বছর অনুদান বাড়ায় লাফিয়ে বাড়ছেট রাজ্যের খরচ। এই ইস্যুতে গত বছর মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে।

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা এখন ‘হেরিটেজ’। ধুমধাম করে শহর ও শহরতলিতে পালিত হয় পুজো। সাধারণত চাঁদা তুলে পুজো উদ্যোক্তারাই পুজোর খরচ তুলতেন। এটাই ছিল রীতি। কিন্তু বছর কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দেওয়ার রীতি চালু করেন। ২০১৮ সাল থেকে শুরু হয়ে অনুদান পর্ব। শুরুর বছর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার। প্রশ্ন ওঠে পুজোর জন্য সরকার কেন টাকা দেবে? তবে সে সব তর্ক-বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক।
রাজ্য জুড়ে হাজার হাজার ক্লাবকে দেওয়া হচ্ছে অনুদান। ১০ হাজার টাকা দিয়ে যে অনুদান পর্ব শুরু হয়েছিল, সেটাই এখন বেড়ে ১ লক্ষ ১০ হাজারে পৌঁছেছে। প্রায় ৯০০ শতাংশ বেড়েছে অনুদানের অঙ্ক।
একনজরে দেখুন, প্রতি বছর কত শতাংশ করে বাড়ল অনুদান

সংখ্যা বেড়েছে ক্লাবেরও। ২০১৮ সালে অর্থাৎ যে বছর অনুদান দেওয়া শুরু হয়, সেবার ক্লাবের সংখ্যা ছিল ২৮,০০০। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে সেই সংখ্যা একলাফে বেড়ে হয় ৪০,০০০। ফোরাম ফর দুর্গোৎসবের হিসেব অনুযায়ী, বর্তমানে ক্লাবের সংখ্যা ৪৩,০০০। তবে বৃহস্পতিবার অনুদান ঘোষণা করার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সারা রাজ্যে প্রায় ৪৫,০০০ ক্লাব পুজো করে।
যদি ক্লাবের সংখ্যা ৪৩ হাজার ধরে নেওয়া যায়, তাহলে এবার অনুদানে রাজ্যের খরচ হচ্ছে ৪৭৩ কোটি টাকা (সংখ্যাটা ৪৫,০০০ হলে খরচও বাড়বে)। গত বছর এই খরচ ছিল ৩৬৫.৫ কোটি টাকা। অর্থাৎ অন্তত ১০০ কোটি টাকা খরচ বাড়ছে। এছাড়া বিদ্যুৎ বিলেও ছাড়ের পরিমাণ বাড়ছে। এবছর ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
রাজ্যের খরচ বছর বছর কতটা বাড়ছে?
