বিনামূল্যে জমি, সঙ্গে আবার পদোন্নতি! ডাক্তার-নার্সদের জন্য বাম্পার ঘোষণা মমতার

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 26, 2021 | 6:00 PM

Mamata Banerjee: চিকিৎসক মহলের কল্পতরু হওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর।

বিনামূল্যে জমি, সঙ্গে আবার পদোন্নতি! ডাক্তার-নার্সদের জন্য বাম্পার ঘোষণা মমতার
ছবি-PTI

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই জানিয়েছিলেন, প্রত্যেক বৃহস্পতিবার বা ১৫ দিন অন্তর একবার করে বসবেন এসএসকেএম হাসপাতালে। স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত যে তিনি নিতে চলেছেন, সেই ইঙ্গিত মিলেছিল তখনই। এ দিন প্রথমবার চিকিৎসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক শেষেও বেশ কয়েকটি বড় ঘোষণা করলেন মমতা। যা মূলত এ রাজ্যের ডাক্তার, নার্সদের উদ্দেশ্যে। পাশাপাশি কোয়াক ডাক্তারদের জন্যও সুখবর শুনিয়েছেন তিনি।

বৈঠক শেষে সবার প্রথম এ দিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের চিকিৎসক ও নার্সদের বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে ১০ কাঠা জমি বরাদ্দ করতে বলেন তিনি। যাতে সেখানে ডাক্তার ও নার্সদের আবাসন তৈরি করা যায়। পাশাপাশি যেসব নার্সরা অনেকদিন ধরে কাজ করছেন। অভিজ্ঞতা সুবিশাল। রাজ্য সরকার তাঁদের পদোন্নতি করবে বলে জানান মমতা। একই সঙ্গে অপ্রচলিত চিকিৎসকরা (কোয়াক ডাক্তার), যারা ভাল কাজ করছেন, তাঁদের স্বীকৃতি দিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে লাগানোর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা এ দিন বলেন, “ডাক্তার-নার্সদের বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার ব্যাপারটা কেউ চিন্তা করেনি। হিডকোর চেয়ারম্যান ববিকে আমি বলেছি, আমায় ১০ একর জমি খুঁজে বের করে দিতে। যেখানে ডাক্তার এবং নার্সরা নিজেরা চাইলে তাঁদের বাড়ি বানিয়ে নিতে পারবেন। আমি জমিটা বিনা পয়সায় দেব। আর হাউসিংটা তারা নিজেরা তৈরি করে নেবে।”

নার্সদের জন্যও এ দিন বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চিকিৎসকদের অভাব রয়েছে, সেটা স্বীকার করে নিয়েই যে নার্সরা অভিজ্ঞতা সম্পন্ন, রাজ্য সরকার তাঁদের পদোন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। কেমন সেই পদোন্নতি? মুখ্যমন্ত্রী জানান, ডাক্তারের পরামর্শ মেনে কাজ করতে করতে যে নার্সরা চিকিৎসার বিষয়ে পোক্ত হয়ে গিয়েছেন, তাঁদের প্রশিক্ষণের অধীনে থাকা চিকিৎসক বা ‘প্র্যাক্টিশনার সিস্টার’ হিসেবে ব্যবহার করা হবে। এর জন্য নতুন গাইডলাই তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন। ডাক্তারদের অভাব মেটাতেই যে এই পদক্ষেপ, সেটাও সাফ করেছেন মুখ্যমন্ত্রী।

এখানেই শেষ নয়। কোয়াক ডাক্তারদেরও এখন থেকে গ্রামাঞ্চলে ব্যবহারের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে বলে জানান মমতা। চলতি কথায় হাতুড়ে চিকিৎসকদের অবশ্য ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তবে যেখানে চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে নির্দিষ্ট গাইডলাইন মেনে তাদের কাজে লাগানোর বিষয়ে রাজ্য পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও হাসপাতালগুলির পরিকাঠানোগত উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ রাজ্য করতে চলেছে বলে তিনি জানান। যার মধ্যে অন্যতম এসএসকেএম হাসপাতালের নতুন হস্টেল তৈরির ঘোষণা। পাশাপাশি এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে হাসপাতালের ভিতরে রাস্তা তৈরি, এবং পিজি থেকে ক্যানসার হাসপাতালে যেতে ফুট ওভারব্রীজ তৈরি করা হবে বলেও জানিয়েছেন মমতা। আরও পড়ুন: TV9 Sting Operation: ১০ লক্ষ টাকা দিলেই মিলবে অ্যাপয়েন্টমেন্ট লেটার! সরকারি নিয়োগে বড় কেলেঙ্কারি

 

Next Article