কলকাতা: একুশের বিধানসভা ভোটে বলেছিলেন ‘খেলা হবে’। এরপর তৃণমূলের মেগা বৈঠক থেকে বলেছিলেন, ‘২০২৪-র খেলাটা আরও একটু জোরে মারতে হবে’। এরপর সোমবার বিধানসভা থেকে ‘দুষ্টুমির খেলা’ না খেলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ইস্যুতে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক লড়াই প্রকাশ্যে এসেছে। ছাব্বিশের বিধানসভা ভোট যত সামনে আছে ততই রাজনৈতিক টানাপোড়েন বেড়ে চলেছে। গত কয়েকদিন ধরে গেরুয়া শিবিরের তরফে যে আক্রমণ করা হচ্ছে, তার পাল্টা জবাব দিতে গিয়ে উন্নয়নকে হাতিয়ার করে জবাব দিয়ে চলেছে তৃণমূল। এ দিন বিধানসভার অন্দরে নাম না করে বিজেপি-কে ফের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “খুন হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা রামকৃষ্ণের ধর্মে বিশ্বাসী। যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে মানুষ।”
এ দিন তিনি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পের কথাও উল্লেখ করেন। সরকারি একাধিক প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন। ফলে আগামী দিনে যে তাঁরা ভোট বাক্সে জবাব দেবেন সেই বিষয়ই তুলে ধরেন তিনি। এরপর বলতে গিয়ে তিনি এও বলেন,”ফুটবল খেলুন। ক্রিকেট খেলুন। দুষ্টুমির খেলা খেলবেন না।” অর্থাৎ পরোক্ষে তিনি বিরোধীদের কার্যত সংযত থাকার কথা বললেন।