Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়ায় কত পোস্ট ডিলিট করেছে কেন্দ্র? পর্যাপ্ত তথ্য না পেয়ে চিঠি লিখছেন অভিষেক

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Mar 19, 2025 | 5:13 PM

Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া সাইট এক্স এবং মেটা থেকে কত পোস্ট সরানোর নোটিস দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে? পোস্ট সরানোর পিছনে কারণ কী ছিল? তথ্যপ্রযুক্তি মন্ত্রককে লিখিতভাবে এই প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়ায় কত পোস্ট ডিলিট করেছে কেন্দ্র? পর্যাপ্ত তথ্য না পেয়ে চিঠি লিখছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ
Image Credit source: Facebook

Follow Us

নয়াদিল্লি: সমাজমাধ্যম থেকে গত তিন বছরে মোট কতগুলি পোস্ট ডিলিটের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে? তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে এই নিয়ে তথ্য জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তাঁর প্রশ্নের সুনির্দিষ্ট কোনও উত্তর না পাওয়ার অভিযোগ তুলে সরব হলেন ডায়মন্ডহারের এই তৃণমূল সাংসদ। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই বিষয়ে চিঠি লিখছেন তিনি। তথ্যপ্রযুক্তি মন্ত্রক যাতে সঠিক সংখ্যা জানায়, সেই বিষয়ে আবেদন জানাবেন স্পিকারকে।

বিভিন্ন ইস্যুতে সরকার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিটের নির্দেশ দেয় বলে অভিযোগ তুলে সরব বিরোধীরা। এই নিয়ে কেন্দ্রকে আক্রমণও শানায় তারা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট ডিলিট ইস্যুতে কেন্দ্রের কাছ থেকে তথ্য চান। সোশ্যাল মিডিয়া সাইট এক্স এবং মেটা থেকে কত পোস্ট সরানোর নোটিস দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে? পোস্ট সরানোর পিছনে কারণ কী ছিল? তথ্যপ্রযুক্তি মন্ত্রককে লিখিতভাবে এই প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ লিখিতভাবে জানান, দেশের সার্বভৌমত্ব, শালীনতা এবং নীতিবোধ রক্ষা, আদালতের অবমাননা ঠেকানো, বন্ধুত্বপূর্ণ পড়শি দেশের সম্মান রক্ষা এবং এমন কিছু তথ্য যা দেশের স্বার্থে প্রকাশ করায় বিধিনিষেধ রয়েছে, এমন সমাজমাধ‍্যমের পোস্টকেই সরানোর জন‍্য নোটিস দেওয়া হয় আইটি রুল মেনে। সংশ্লিষ্ট মন্ত্রক, রাজ‍্য এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিই এ ধরনের নোটিস ইস্যু করে।

এই খবরটিও পড়ুন

কিন্তু গত তিন বছরে ঠিক কত পোস্ট সমাজমাধ‍্যম থেকে সরানো হয়েছে, সেই সংখ‍্যা প্রকাশ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাই নিয়ে সরব হন অভিষেক। তাই, সঠিক সংখ্যা জানানোর আবেদন জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখছেন তিনি।