নয়া দিল্লি: বিরোধীদের মানবিক মুখ। চলতি অধিবেশনে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনছে না বিরোধীরা। ইমপিচমেন্ট মোশনের খসড়া তৈরি থাকলেও, তা বাজেট অধিবেশনে আনবে না বিরোধীরা। এর পিছনে রয়েছে বড় কারণ।
সূত্রের খবর, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের অসুস্থতার কথা মাথায় রেখে মানবিকতার খাতিরেই চলতি অধিবেশনে ইমপিচমেন্ট মোশন না আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।
বিরোধীদের অভিযোগ ছিল, উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দু’টি পদে থাকা সত্ত্বেও জগদীপ ধনখড় পক্ষপাতদুষ্ট আচরণ করেন এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির মতো আচরণ করেন। শীতকালীন অধিবেশনে, ১০ ডিসেম্বর ইন্ডিয়া জোটের ৬০ জন সাংসদ ধনখড়ের অপসারণ চেয়ে নোটিস জমা করেন।
রাজ্যসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিরোধী সাংসদরা ইমপিচমেন্ট নোটিস দিলেও তা খারিজ করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।
শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় বিরোধীদের আনা ইমপিচমেন্ট মোশন খারিজ হয়ে যাবার পর ফের চলতি অধিবেশনে একই মোশন আনার পরিকল্পনা হয়েছিল। এই নিয়ে সংসদীয় রীতিনীতি বিশেষজ্ঞ এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ইমপিচমেন্টের খসড়াও চূড়ান্ত করে ফেলেছিল বিরোধীরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসুস্থতা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন রাজ্যসভার চেয়ারম্যান।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, গত সোমবার ফের রাজ্যসভায় যোগ দিয়েছেন জগদীপ ধনখড়।