AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ৫ বছরে কলকাতা মেট্রোয় কতজন আত্মহত্যা করেছেন? মালার প্রশ্নে তথ্য দিলেন রেলমন্ত্রী

Kolkata Metro: কলকাতা মেট্রোয় গত পাঁচ বছরের আত্মহত্যার ঘটনার পরিসংখ্যান তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২০ সালে কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে একজন আত্মঘাতী হন। ২০২১ সালে কলকাতায় মেট্রোয় কোনও আত্মহত্যার ঘটনা ঘটেনি।

Kolkata Metro: ৫ বছরে কলকাতা মেট্রোয় কতজন আত্মহত্যা করেছেন? মালার প্রশ্নে তথ্য দিলেন রেলমন্ত্রী
ফাইল ফোটোImage Credit: Kolkata metro
| Edited By: | Updated on: Mar 19, 2025 | 4:36 PM
Share

কলকাতা: কলকাতা মেট্রোয় অনেক সময় যাত্রীদের আত্মহত্যার চেষ্টার খবর সামনে আসে। মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। গত পাঁচ বছরে কলকাতা মেট্রোয় কতগুলি আত্মহত্যার ঘটনা ঘটেছে? সংসদে এই নিয়ে রেলমন্ত্রকের কাছে তথ্য চাইলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। বুধবার তাঁর প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কলকাতা মেট্রোয় গত পাঁচ বছরের আত্মহত্যার ঘটনার পরিসংখ্যান তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২০ সালে কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে একজন আত্মঘাতী হন। ২০২১ সালে কলকাতায় মেট্রোয় কোনও আত্মহত্যার ঘটনা ঘটেনি।

তবে এর পরের পর সেই সংখ্যা ছিল ৫। অর্থাৎ ২০২২ সালে কলকাতা মেট্রোয় ৫টি আত্মহত্যার ঘটনা ঘটে। ২০২৩ সালে ৪ জন মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। গত বছর সেই সংখ্যা আরও একটু বেশি ছিল। ২০২৪ সালে কলকাতা মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে ৭ জন আত্মহত্যা করেন। আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

তৃণমূল সাংসদ আরও প্রশ্ন করেছিলেন, আত্মহত্যার মতো ঘটনা ঠেকাতে কলকাতা মেট্রোর কতগুলি প্ল্যাটফর্মে স্লাইডিং দরজা লাগানো হয়েছে? এর জবাবে রেলমন্ত্রী জানান, কলকাতা মেট্রোর গ্রিন লাইনের ১২টি স্টেশনেই স্লাইডিং দরজা লাগানো হয়েছে। অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত সব মেট্রো স্টেশনে স্লাইডিং দরজা রয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে কালীঘাট মেট্রো স্টেশনে স্লাইডিং দরজা বদলে গার্ডরেল বসানো হয়েছে।