Mamata Banerjee: আজ থেকেই ১০০ দিনের কাজের টাকা পাঠানো শুরু করবে রাজ্য

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 26, 2024 | 7:36 AM

MGNAREGA: একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। অপরদিকে,বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধরনা দিয়ে এসেছেন।

Mamata Banerjee: আজ থেকেই ১০০ দিনের কাজের টাকা পাঠানো শুরু করবে রাজ্য
মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মনরেগা (MGNREGA) প্রকল্পের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের টাকা মেটাবে রাজ্য। এমনটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজের টাকা মেটানো হবে বলে জানিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ সোমবার ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টাকা দেওযার কাজ। মোট ২৩ টি জেলার জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদানের কাজ শুরু করবে রাজ্য সরকার।

একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। অপরদিকে,বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধরনা দিয়ে এসেছেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় ধরনায় বসেছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন। তবে প্রাপ্য অর্থ না মেলায় কেন্দ্রের প্রকল্পের টাকা রাজ্য দেবে মেটাবে বলে ঘোষণা করেন মমতা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৩ টি জেলার জব কার্ড হোল্ডারদের জন্য মোট বরাদ্দ হয়েছে ২ হাজার ৬৫০ কোটি ৬০ লক্ষ ১৮ হাজার ৪৯ টাকা। ২৩ জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা একাই পাচ্ছে ৩৪৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৫০৪ টাকা। আর দক্ষিণ ২৪ পরগনবার মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্র। দ্বিতীয় স্থানে আছে পশ্চিম মেদিনীপুর জেলা। পাচ্ছে ২৮১ কোটি ১৩ লক্ষ ৯ হাজার ৮২৭ টাকা। তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার। ২২১ কোটি ৯১ লক্ষ ২৮৭ টাকা পাচ্ছে।

Next Article