Mamata Banerjee: ‘কলকাতায় ফাইনাল হলে আমরাই বিশ্বকাপ জিততাম’, অখিলেশের সুর মমতার গলাতেও

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 23, 2023 | 6:41 PM

World Cup Final 2023: বিশ্বকাপ ফাইনালে পরাজয় প্রসঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, "যদি লখনউয়ে ফাইনাল ম্যাচ হত, তাহলে ইন্ডিয়া বিশ্বকাপ জিতত।" আবার আরও একধাপ এগিয়ে বিশ্বকাপ না জেতার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

Mamata Banerjee: ‘কলকাতায় ফাইনাল হলে আমরাই বিশ্বকাপ জিততাম’, অখিলেশের সুর মমতার গলাতেও
বিশ্বকাপ ফাইনালে পরাজয় নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ১২ বছর পর ফের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) জেতার সুযোগ পেয়েছিল ভারত। বলা যায়,২০ বছর আগের পরাজয়ের বদলা নেওয়ার সুযোগ মিলেছিল। ২০০৩ সালেও জোহানেসবার্গে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু, বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে চলে যায় অস্ট্রেলিয়া। এবার দেশের মাটিতে সেই বদলা নেওয়ার সুযোগ এসেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু, শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এবারও ফাইনালে টিম ইন্ডিয়াকে দুমড়ে-মুচড়ে দিয়ে বিশ্বকাপ নিয়ে চলে গেল প্যাট কামিন্সের দল। যা নিয়ে দেশবাসীর আক্ষেপ, বিষণ্ণতা, বিতর্কের অন্ত নেই। এবার সেই বিতর্ক বৃহস্পতিবার খানিক উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর দাবি, “কলকাতায় বিশ্বকাপ ফাইনাল হলে আমরাই জিততাম।”

গত ১৯ নভেম্বর, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ ফাইনাল। সওয়া ১ লক্ষ দর্শকের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। গ্যালারিতে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিশিষ্ট শিল্পপতি, গায়ক, বলি-তারকা-সহ দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত ছিলেন। সকলেরই আশা ছিল, রোহিত শর্মার হাতে বিশ্বকাপ নিতে দেখবেন সরাসরি। কিন্তু, খেলার ফার্স্ট হাফ থেকেই সমস্ত ভাবনায় জল পড়ে যায়। প্রথম ১০ ওভারের পর থেকেই ব্যাটিং লাইন-আপে ধস নামে। তারপর খেলার দ্বিতীয়ার্ধে শুরুটা সামি ভাল বল করলেও শেষ রক্ষা হয়নি। সেই ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধী, এসপি সুপ্রিমো অখিলেশ যাদবের পর এবার বিতর্কিত মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপিকে তুলোধনা করেন তিনি। তখনই বিশ্বকাপে লজ্জাজনক হার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কলকাতায় (ইডেন গার্ডেন) বিশ্বকাপ ফাইনালের ম্যাচ হলে আমরাই বিশ্বকাপ জিততাম।”

এর আগে একই সুর শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের গলায়। তিনি বলেছেন, “যদি লখনউয়ে ফাইনাল ম্যাচ হত, তাহলে ইন্ডিয়া বিশ্বকাপ জিতত।” আবার আরও একধাপ এগিয়ে বিশ্বকাপ না জেতার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

Next Article