কলকাতা: আবার জার্সিং রং নিয়ে খোঁচা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা, কর্মীদের নিয়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই আরও একবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিং রং নিয়ে খোঁচা দেন মমতা।
মমতা বলেন, “আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংখেড়ে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এতভাল খেলাধূলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন। সব গেরুয়া পরিয়ে দিয়েছে। এমনকী খেলতে গিয়েও বলেছিল, নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।”
একইসঙ্গে এদিন মমতা দাবি করেন, সমস্ত কিছুই গেরুয়া করে দেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে নির্দেশ আসছে এ নিয়ে। মমতার বক্তব্য, “মেট্রো রেলের স্টেশনে গেরুয়া করে দিয়েছে। আমাদের চিঠি দিচ্ছে, সাহস কত বড়। বলছে, সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো। না হলে টাকা দেব না।” মমতার সংযোজন, “করব আমরা, তোমরা গেরুয়া রং লাগাবে। গেরুয়া তোমাদের নয়। গেরুয়া ত্যাগীদের, ভোগীদের নয়।”