কলকাতা: ঠিক আগের দিনের বৈঠকে যেভাবে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই রকম মেজাজে বৃহস্পতিবারও দেখা গেল তাঁকে। ছেড়ে কথা বললেন না কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক কাউকেই। বিশেষ করে কাউন্সিলদের উদ্দেশ্যে পরিষ্কার বলেই দিলেন,পুলিশ হকার বসালে তাঁকেও গ্রেফতার করা হবে, কাউন্সিলর এই কাজ করলেও তিনিও গ্রেফতার হবেন।
আজ মমতা বলতে গিয়ে বলেন, হাতিবাগানে রাস্তা নেই। রাস্তাটা দখল হয়েই গিয়েছে। এখানে লোকাল কাউন্সিলরদের অনেক দোষ আছে। তাঁরা মনে করলেন দিয়ে দিলাম। মাসে চাঁদা পেলাম এটা হবে না।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন,” ডালভাত তরকারি খেয়ে সন্তুষ্ট হওয়া যায় না? খেতে কী লাগে? মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য় যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগান।”
আজ মমতা বন্দ্যোপাধ্যায় একদম দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে বলেন, “লোভ ভাল না, লোভ সংবরন করুন। এক্ষেত্রে লোকাল নেতা পুলিশ সব থেকে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন,তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এটা মানি না। প্রথম থেকেই কড়া হাতে শাসন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় চলবে তিনি গ্রেফতার হবেন।”