
‘অ-অজগর আসছে তেড়ে/ আ- আমটি খাব পেড়ে/ ই-ইঁদুরছানা ভয়ে মরে/ ঈ-ঈগলপাখি…’ মুখে বুলি ফোটার পর শিশুদের এভাবেই ছড়ার সঙ্গে শিক্ষার প্রথম পাঠ দেওয়া হয়। এটাই সাধারণ শিক্ষাদানের পদ্ধতি। আমরা সকলেই এভাবে শিক্ষার প্রথম পাঠ নিয়েছি। প্রথমে বর্ণ, তারপর শব্দ চিনেছি, ক্রমে বাক্য পড়তে-লিখতে শিখেছি। কিন্তু জানেন কি, কলকাতারই এমন একটি জায়গা রয়েছে, যেখানে এর একেবারে উল্টো পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। সেখানে বর্ণ থেকে শব্দ নয়, বরং শব্দ থেকে অক্ষর চেনার পাঠ দেওয়া হয়। অর্থাৎ ‘অ’ থেকে অজগর বা ‘আ’ থেকে আম নয়, ‘অজগর’ থেকে ‘অ’, ‘জ’, ‘গ’, ‘র’ এবং ‘আম’ শব্দটি থেকে ‘আ’, ‘ম’ অক্ষরগুলি চিনতে ও লিখতে শেখানো হয়। আবার প্রথমে অ, আ নয়; এখানে শিক্ষার্থীদের প্রথম শেখানো হয় ‘ঘ’,’র’, ‘ব’ -এর মতো অক্ষরগুলি। মাথা কি গুলিয়ে যাচ্ছে? ভাবছেন, এটা আবার কীরকম শিক্ষা পদ্ধতি! কোথায় এভাবে পড়াশোনা শেখানো...