কলকাতা: আগামী ৩১ অগস্ট মুম্বইয়ে বসছে ইন্ডিয়া জোটের বৈঠক। দু-দিন ব্যাপী বৈঠক চলবে। কংগ্রেস ও শিবসেনার তরফে সেই বৈঠকে আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে অ-বিজেপি বিভিন্ন দলের নেতারা যোগ দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই যাবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে এমনই জানা যাচ্ছে। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন তাঁদের বাংলো জলসা-য় চা চক্রে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৩১ অগস্ট মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে ৩০ অগস্টই মুম্বই পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেদিন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তাঁদের বাংলো জলসা-য় চা-চক্রে যোগ দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এর পরদিন অর্থাৎ ৩১ অগস্ট কংগ্রেস সভাপতি শরদ পওয়ার এক চা-চক্রের আয়োজন করেছেন। সেই চা-চক্রে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন শরদ পওয়ার।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল বিহারে। জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে পটনায় গত ২৩ জুন প্রথম বৈঠক বসে। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের তরফে ছিলেন রাহুল গান্ধী। এছাড়া আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলে-সহ মোট ১৬টি দলের নেতাদের উপস্থিতিতে সেদিনই জোট গড়ায় সিলমোহর পড়ে। তারপর গত জুলাইয়ে বেঙ্গালুরুতে এনসিপি-র নেতৃত্বে ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই জোটের নামকরণ করা হয় ইন্ডিয়া। এবার মুম্বইয়ে আয়োজিত তৃতীয় বৈঠকে জোটের লোগো প্রকাশিত হবে এবং রণকৌশল স্থির হবে বলে সূত্রের খবর। এই বৈঠকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী ছাড়াও সনিয়া গান্ধীও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।