কবে থেকে শুরু স্নাতক-স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া? বিজ্ঞপ্তি প্রকাশ

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 15, 2021 | 2:39 PM

College University Admission: তবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস কীভাবে হবে, অনলাইন না অফলাইনে, তা এখনও নির্ধারিত হয়নি।

কবে থেকে শুরু স্নাতক-স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া? বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি

Follow Us

কলকাতা: স্নাতক ও স্নাতকোত্তরে (College University Admission) অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দফতর।

স্নাতকে ভর্তির অনলাইন পোর্টাল চালু ২রা অগস্ট থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০ আগস্ট। মেরিট লিস্ট ঘোষণা করতে হবে ৩১ অগস্টের মধ্যে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ক্লাস শুরু ১লা অক্টোবর থেকে।

স্নাতকোত্তরের ক্ষেত্রে অনলাইন পোর্টাল চালু হবে ১লা সেপ্টেম্বর। আবেদন জমার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ২০ সেপ্টেম্বরের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ক্লাস শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে।

প্রসঙ্গত, ২২ জুলাই দুপুর ৩টের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে শিক্ষা সংসদের অফিসিয়ার ওয়েবসাইটে। তারপর ২ আগস্ট থেকে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।

৩১ আগস্টের মধ্যে স্নাতকের ফাইনাল রেজাল্ট বের করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। ভর্তি প্রক্রিয়ার আবেদন থেকে টাকা জমা দেওয়া সমস্ত কিছুই হবে অনলাইনে। ক্লাস শুরু হওয়ার পর কলেজগুলিতে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস কীভাবে হবে, অনলাইন না অফলাইনে, তা এখনও নির্ধারিত হয়নি। পরে তা ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হবে। আরও পড়ুন: সামাজিক মাধ্যমে ‘সমমনোভাবাপন্ন বন্ধু’ পাতানোই ‘টাস্ক’ ছিল ধৃত ৩ জেএমবি জঙ্গির!

Next Article