Matua: রিজার্ভেশনের পরও যাত্রীদের ট্রেন থেকে নামানোর অভিযোগ মতুয়াদের বিরুদ্ধে

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2023 | 9:30 AM

Matua Community: আলিপুরদুয়ারল স্পেশালে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। ট্রেনের আসন সংরক্ষিত থাকলেও তাঁদের জোড় করে নামিয়ে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।

Matua: রিজার্ভেশনের পরও যাত্রীদের ট্রেন থেকে নামানোর অভিযোগ মতুয়াদের বিরুদ্ধে
যাত্রীদের অভিযোগ মতুয়াদের বিরুদ্ধে (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: চলছে মতুয়া মেলা। উত্তর ২৪ পরগনার (North 24 pargana) ঠাকুরনগরের (Thakurnagar) ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মতুয়া ধর্মের মহামেলা। নিত্যদিন প্রচুর পুণ্যার্থী ভিড় করছেন সেখানেই। এই পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায়ের একাংশের বিরুদ্ধে উঠল অভিযোগ। আলিপুরদুয়ারল স্পেশালে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। ট্রেনের আসন সংরক্ষিত থাকলেও তাঁদের জোড় করে নামিয়ে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।

যাত্রীদের অভিযোগ, ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। এমনকী মারধরও করা হয়েছে মহিলাদের। যার জেরে গোটা রাত স্টেশনে কাটাতে হয়েছে তাঁদের। কিন্তু এরপরও কোনও ট্রেন দেওয়া হয়নি। এর জেরে শিয়ালদহ স্টেশনে বিপাকে পড়েছেন ১২৫ জন যাত্রী। যাঁদের মধ্যে পরীক্ষার্থীরাও রয়েছেন বলে জানা গিয়েছে।

যাত্রীদের দাবি, পূর্ব রেলের কোনও এক আধিকারিক রাত্রিবেলা দুর্ভোগে পড়া যাত্রীদের জানান, শিয়ালদহ যেতে। সেখানেই সুরহা মিলবে। এমনকী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওই যাত্রীদের স্পেশাল বগি দেওয়া হবে বলে জানানো হয়। তবে যাত্রীদের অভিযোগ, বুধবার সকালে সেই ট্রেনে উঠতে গেলে বাধা দেওয়া হয় রেলের পক্ষ থেকেই। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

টিভি ৯ বাংলাকে এক যাত্রী বলেন, “আমাদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা হোক। রাত্রি ১টা থেকে অনেক ভোগান্তি হয়েছে। এখানে অনেক মহিলাকেও হেনস্থা হতে হয়েছে। এমনও বলা হয়েছে মালদা স্টেশন এলে গায়ে আগুন জ্বালিয়ে দেব। আরপিএফ কোনও সাহায্য করেনি।”

এই বিষয়ে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, “ঠাকুরনগরে যাঁরা এসেছেন তাঁদের জন্যই মেলা করা হয়েছিল। যেহেতু ভায়া কলকাতা রয়েছে, সেই কারণে অনলাইন টিকিটের মাধ্যমে ওই ট্রেনে কয়েকজন প্যাসেঞ্জারকে তোলা হয়। কিন্তু কেন নামানো হয়েছে তা আমি সঠিক জানি না। আর স্টেশন ম্যানেজারই বা হঠাৎ এমন কথা কেন বলতে গেলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।”

Next Article