Sitaram Yechury Passes away: প্রয়াত ইয়েচুরি, শোকবার্তা মমতা-রাহুল-অভিষেকের

Sitaram Yechury Passes away: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'সীতারাম ইয়েচুরির মৃত্যুসংবাদ পেয়ে খুবই খারাপ লাগছে। জাতীয় রাজনীতিতে ওনার মতো বরিষ্ঠ সংসদ সদস্যের চলে যাওয়া বড় ক্ষতি। ওনার পরিবার, বন্ধু, সতীর্থদের প্রতি আমার সমবেদনা রইল।'

Sitaram Yechury Passes away: প্রয়াত ইয়েচুরি, শোকবার্তা মমতা-রাহুল-অভিষেকের
সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোকবার্তা এক্সহ্যান্ডেলে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Sep 12, 2024 | 5:25 PM

কলকাতা: সীতারাম ইয়েচুরির প্রয়াণে বাম-ডান নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব শোকবার্তা জানিয়েছে এক্স হ্যান্ডেলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা শোকবার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সীতারাম ইয়েচুরির মৃত্যুসংবাদ পেয়ে খুবই খারাপ লাগছে। জাতীয় রাজনীতিতে ওনার মতো বরিষ্ঠ সংসদ সদস্যের চলে যাওয়া বড় ক্ষতি। ওনার পরিবার, বন্ধু, সতীর্থদের প্রতি আমার সমবেদনা রইল।’

অন্যদিকে রাহুল গান্ধী লেখেন, ‘সীতারাম ইয়েচুরি একজন বন্ধু ছিলেন। তিনি ভারতের চেতনার রক্ষক, দেশ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। আমাদের মধ্যে যে দীর্ঘ আলোচনা হত, তা খুবই মিস করব।’ প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পরিবার, পরিজন, বন্ধুদের সমবেদনা জানান তিনি।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শগত তফাত থাকলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করি, বিরোধীদের মিটিং চলাকালীন একাধিকবার ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি।’ ইয়েচুরির প্রজ্ঞা, সংসদীয় নীতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাও অভিষেককে তুলে আনেন স্মৃতিচারণে।