কলকাতা: মঙ্গলবার (৫ মার্চ), সব জল্পনার অবসান ঘটালেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিনই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার কিছু সময় পরই তিনি জানিয়েছেন, শিগগিরই বিজেপিতে যোগ দেবেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার প্রধান কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রাজ্যে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সর্বভারতীয় দল হিসেবে একমাত্র বিজেপিই লড়াই করতে পারে। কিন্তু, সর্বভারতীয় দল হিসেবে তো কংগ্রেসও ছিল। লোকসভা ভোটের আগে, কংগ্রেস যতই তৃণমূলের সঙ্গে জোট করুক, রাজ্যের কংগ্রেস নেতারা বরাবরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের বিরুদ্ধে সরব। বিশেষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী নিয়মিত তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করেন। তাঁর জন্যই রাজ্যে দুই দলের জোটও হয়নি বলে অভিযোগ করেছিল খোদ তৃণমূল। তাহলে কংগ্রেসে যোগ দিলেন না কেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়? প্রদেশ কংগ্রেস সভাপতি তো সংবাদ মাধ্যমে অভিজিৎকে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য খোলা আমন্ত্রনও জানিয়েছিলেন, তাহলে?
অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই এদিন কংগ্রেসে যোগ না দেওয়ার কারণটা খোলসা করেছেন। তাঁর সরাসরি অভিযোগ, কংগ্রেস পরিবারতান্ত্রিক দল। সেই দলে গিয়ে একটি পরিবারের গুণগান করা ছাড়া আর কিছু করার উপায় নেই। শিক্ষিত লোকজনদের কংগ্রেসে কোনও গুরুত্ব নেই। অভিজিৎ বলেন, “কংগ্রেস এমন একটা দল, যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারিতে পরিণত হয়েছে। সেই পরিবারের সমর্থক হয়ে কিছু ভাল ভাল নেতা ঘুরে বেড়াচ্ছেন। যেমন ধরুন জয়রাম রমেশ। তাঁর শিক্ষাগত যোগ্যতা রাহুল গান্ধী-ফান্ধীর থেকে অনেক বেশি। তিনি একজন আইআইটির ছাত্র। এঁরা গান্ধীদের পিছন পিছন ঘুরে বেড়ান, কেন বেড়ান তাঁরাই জানেন। তাঁরা তো কোনোদিন কোনও পদও পাবেন না, কোনও কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাদজনৈতিক জমিদারির দল, পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
তিনি আরও জানান, প্রাক্তন কংগ্রেস নেতা, প্রয়াত অতুল্য ঘোষের একটি বই তিনি পড়েছেন। সেই বইয়ে অতুল্য ঘোষ কংগ্রেস দলের চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছিলেন। অতুল্য ঘোষের মতো কংগ্রেস নেতা, নিজের দলের চরিত্র নিয়েই প্রশ্ন তোলায়, তিনি আরই কংগ্রেস বিমুখ হয়েছেন বলে জানান অভিজিৎ।
যোগ দেবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মানুষের জন্য কার করার ক্ষেত্রে বিজেপিকেই কি তিনি একমাত্র উপযুক্ত দল বলে মনে করেন? অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানান, অন্য দলের সঙ্গে মিলমিশ হল না বলেই তিনি বিজেপিকে বেছে নিয়েছেন রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। এই প্রসঙ্গেই তিনি জানান সিপিআইএম-এর কথা। জানান, তিনি ধর্মে বিশ্বাসী বলেই সিপিআইএম-এ যোগ দিতে পারবেন না তিনি।
৭ মার্চই বিজেপিতে যোগ দেওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, বিজেপি নেতাদের সঙ্গে তাঁর গত ৫-৬ দিন ধরে যোগাযোগ হয়েছিল। বিজেপির পক্ষ থেকেও তাঁকে প্রস্তাব দেওয়া হয়েচিল। তিনিও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছিলেন। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই অবশ্য বিজেপি নেতাদের ভাষায় কথা বলতে শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গেরুয়া শিবিরের ভাষাতেই গান্ধী পরিবারের প্রতি আক্রমণ শানালেন তিনি।