Adhir Attacks Mamata: আরএসএস সদর দফতরে গিয়ে বৈঠক করেছেন অভিষেক: অধীর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 02, 2022 | 4:15 PM

TMC-COngress: সম্প্রতির তৃণমূলের রাজ্যসভা সাংসদ জওহর সরকারের সঙ্গে দলের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। সেই প্রসঙ্গে অধীর জানিয়েছেন, মমতা নিজেই জওহর সরকারকে নিয়ে এসেছিলেন, এখন তাঁকে নিয়েই সমস্যা হয়েছে।

Adhir Attacks Mamata: আরএসএস সদর দফতরে গিয়ে বৈঠক করেছেন অভিষেক: অধীর
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: দুর্নীতি ইস্যুতে শুক্রবার রাজ্যের তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফাতারির পর বাংলার শাসকদল তৃণমূলের অস্বস্তি বেড়েছে। এবার দুর্নীতি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি আরএসএস যোগ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা-অভিষেককে একযোগে আক্রমণ করেন অধীর। সম্প্রতি মমতা জানিয়েছিলেন, আরএসএসে অনেক ভাল লোক রয়েছে এবং তারা বিজেপিকে পছন্দ করে না। এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বলেন, “দিদি আরএসএসের মধ্যে বিপ্লবী, শহিদ খুঁজে পায়। মমতা অতীতে আরএসএসের সঙ্গে ছিলেন, আগামী দিনেও তাঁকে থাকতে হবে। আরএসএস ছাড়া বাঁচার কোনও উপায় নেই। আমাদের কাছে খবর আছে, অভিষেকও সম্প্রতি আরএসএসের সদর দফতরে গিয়ে ‘মুলাকাত’ করে এসেছেন। মমতা আরএসএসের বিরুদ্ধে মুখ খুলতে চান না, কিন্তু মুসলিম ভোট ব্যাঙ্ক অটুট রাখতে আরএসএসের বিরুদ্ধে কথা বলতে হয়।”

দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারের মামলা এবং অভিষেককে ইডির তলব নিয়ে মুখ খোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “মোদী আর দিদির সমঝোতা হয়েছে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। সেই কারণে ভাইপোকে একটু নাড়াচাড়া করে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।” অধীর বলেন, “সরকারি কোষাগারের টাকা খরচ করে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে মমতা হাইকোর্টে গিয়েছেন। বিরোধিতা করতে হলে লোকের থেকে চাঁদা তুলে, মানুষের কাছে হাত পেতে টাকা দিয়ে মামলা লড়তে পারতেন। কিন্তু তা না করে চোরদের বাঁচাতে রাজ্য সরকারের টাকা খরচ করে হাইকোর্টে যাওয়া হয়েছে। আমার চাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত জারি থাক। দিদি নিজেই স্বীকার করেছেন তিনি ও তাঁর ঘরের লোকরা চৌর্যবৃত্তিতে জড়িতে। সেই কারণেই বুলডোজ়ার দিয়ে ঘরবাড়ি ভেঙে ফেলার কথা বলেছেন।”

সম্প্রতির তৃণমূলের রাজ্যসভা সাংসদ জওহর সরকারের সঙ্গে দলের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। সেই প্রসঙ্গে অধীর জানিয়েছেন, মমতা নিজেই জওহর সরকারকে নিয়ে এসেছিলেন, এখন তাঁকে নিয়েই সমস্যা হয়েছে। তিনি বলেন, “জওহর সরকার যা বলেছেন তা সত্য। দিদির দলে কৃষ্ণা বসু, সুগত বসুর মতো অনেক ভাল লোক ছিল। এখন আর দিদির দলে কেউ নেই।” ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া-রাহুল গান্ধীকে ইডি তলব নিয়েও বিজেপির সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন অধীর। তাঁর মতে ন্যাশনাল হেরাল্ডের সঙ্গে রাজ্যের দুর্নীতির মামলা জড়িয়ে তৃণমূল নজর ঘোরাতে চাইছে।

Next Article