Kolkata Airport: আকাশেই লাগাতার বমি বৃদ্ধার, কলকাতায় জরুরি অবতরণ বিমানের, কিন্তু শেষ রক্ষা হল না

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Mar 31, 2024 | 9:49 AM

Kolkata Airport: শনিবার পোর্ট ব্লেয়ার থেকে ভিস্তারার ইউকে ৭৭৮ বিমানে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৬০ বছরের শর্মিষ্ঠা দাস। কিন্তু, কে জানত পথেই তাঁর জন্য অপেক্ষা করছে বড় বিপদ। হাসপাতালে নিয়ে যেতে না যেতেই মৃত্যু।

Kolkata Airport: আকাশেই লাগাতার বমি বৃদ্ধার, কলকাতায় জরুরি অবতরণ বিমানের, কিন্তু শেষ রক্ষা হল না
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আন্দামান থেকে চড়েছিলেন বিমানে। গন্তব্য কলকাতা। কিন্তু, কলকাতা বিমানবন্দরে অবতরণের সময়েই বিপত্তি। আচমকা প্রচন্ড মাথাব্যথা। সঙ্গে অনর্গল বমি। খবর পেতেই জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানকে। কিন্তু, তারপরেও শেষ রক্ষা হয়নি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না বৃদ্ধাকে। ঢোলে পড়লেন মৃত্যুর কোলে। চাঞ্চল্যকর ঘটনা কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, শনিবার পোর্ট ব্লেয়ার থেকে ভিস্তারার ইউকে ৭৭৮ বিমানে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৬০ বছরের শর্মিষ্ঠা দাস। কিন্তু, কে জানত পথেই তাঁর জন্য অপেক্ষা করছে বড় বিপদ। 

সূত্রের খবর, অবতরণের কিছু সময় আগে থেকেই মাথাব্যথায় রীতিমতো কুঁকড়ে যান শর্মিষ্ঠা দেবী। চলতে থাকে বমি। শোরগোল পড়ে যায় বিমানে। পাইলটের কানে খবর যেতেই দ্রুত যোগাযোগ করেন এটিসির সঙ্গে। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সবুজ সংকেত পেতেই দুপুর ২টো ৩৯ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। ছুটে আসেন বিমান বন্দরে থাকা ডাক্তারেরা। ততক্ষণে শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়ে গিয়েছে বৃদ্ধার। 

তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে তাংকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। 

Next Article