কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। নদিয়ায় তো কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। তবে হাওয়া অফিস বলছে ঝড়-বৃষ্টি হলেও গরমের দাপট চলতে থাকবে। রাজ্যে আরও বাড়বে গরম। আগামী দুই দিনে বঙ্গে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। কলকাতার পারা একেবারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে। চড়া রোদ, অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি সবথেকে বেশি তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। মৌসম ভবন বলছে, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাঁটা ছুঁয়ে ফেলতে পারে। সোমবার ও মঙ্গলবার দুই দিনই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দিন ও রাত, দুই সময়ের তাপমাত্রাই বাড়বে।
আবহাওয়া দফতর বলছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে মধ্যপ্রদেশের উপর। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম, বিহার, রাজস্থানের উপর। নতুন আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশাতে। এদিন বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৪৯ থেকে ৯৩ শতাংশের আশপাশে। একদিন আগে পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা বেড়ে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস।