বাগুইআটি: গলায় বিশাল মালা, চোখে চশমা, মাথায় পাগড়ি, মুখে হাসি। কখনও হাততালি দিচ্ছেন, কখন কোমর দোলাচ্ছেন গানের তালে তালে। নির্বাচনী প্রচারে গিয়ে বাগুইআটি নারায়ণতলায় গোপাল সেবা অনুষ্ঠানে গানের সঙ্গে এভাবেই তাল মিলিয়ে নাচলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। গোপালের প্রশংসায় পঞ্চমুখও হলেন। সৌগতকে কাছে পেয়ে উচ্ছ্বাসের ছবি দেখা গেল সাধারণ মানুষের মধ্যেও। তাঁর সঙ্গে গানের তালে কোমরও দোলালেন অনেকেই।
প্রসঙ্গত, নারায়নতলা ব্যায়াম সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই গোপাল সেবা অনুষ্ঠানের। এই সমিতিরও ভূয়সী প্রশংসা শোনা গেল সৌগতর মুখে। বলেন, “নারায়নতলা ব্যায়াম সমিতির এটা অসাধারণ উদ্যোগ। মোট এক হাজার একটা গোপালের মূর্তি এনেছেন মহিলারা। গোপাল বিশেষভাবে প্রিয় মহিলাদের কাছে। গোপালের শিশু সুলভ সারল্য ওদের খুব ভাল লাগে। এত বড় প্রচেষ্টা আমি এর আগে দেখিনি। এটা একটা দেখার মতো জিনিস। ওরা দু হাজার লোককে খাওয়াচ্ছে। খুবই সুন্দর পরিবেশ।”
তবে এদিন নিজের নাচ নিয়েও কথা বলতে দেখা যায় সৌগতকে। সকলের নাচ দেখে যে ধর্মের টানে তিনিও মেতে উঠেছিলেন তাও বলেন অকপটে। সৌগতর কথায়, “রাধে রাধে গানটা তো উত্তর ভারতের। সবাই এই গানের সঙ্গে মেতে ওঠেন। এর মধ্যে কোনও অভব্যতা নেই, রাজনীতি নেই। সবাই করে। সবাই নাচছে দেখে নাচতে ইচ্ছা হল।”