Coromandel Express derailed: পরিস্থিতি জানতে কন্ট্রোল রুমে নজর, ট্রেন দুর্ঘটনার পর কী কী ব্যবস্থা নিল নবান্ন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 03, 2023 | 1:42 PM

Coromandel Express derailed: শুক্রবারই বালেশ্বরে পৌঁছেছেন এ রাজ্যের সিনিয়র আইএএস অফিসারেরা।

Coromandel Express derailed: পরিস্থিতি জানতে কন্ট্রোল রুমে নজর, ট্রেন দুর্ঘটনার পর কী কী ব্যবস্থা নিল নবান্ন

Follow Us

দুর্ঘটনা ওড়িশায় ঘটলেও বাংলার বহু যাত্রী ছিলেন অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে। উদ্ধারকাজ যত এগিয়েছে, ততই বেরিয়ে এসেছে একের পর এক মৃতদেহ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে। বহু মানুষ আত্মীয়ের খোঁজ পাচ্ছেন না। বাংলার একাধিক গ্রামে উদ্বেগ আর উৎকন্ঠার ছবি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে তৎপর রাজ্য প্রশাসন। ঘটনার পরই কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলাগুলি থেকে নির্দিষ্ট সময় অন্তরও খবর নেওয়া হচ্ছে নবান্নের তরফে।

ট্রেন দুর্ঘটনার পর ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হল:

১. ঘটনার পরই নবান্ন থেকে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর হল 033-22143526 ও 033-22145185। সিনিয়র আইএএস অফিসাররা ২৪ ঘণ্টা উপস্থিত থেকে সেই কন্ট্রোল রুম সামলাচ্ছেন।

২. প্রতি এক ঘণ্টায় পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে ব্লক ও জেলাস্তরের অফিস থেকে।

৩.শুক্রবারই বালেশ্বরে পৌঁছেছেন এ রাজ্যের সিনিয়র আইএএস অফিসারেরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং একজন এসডিপিও সহ একটি বিশেষ দল শুক্রবার রাত থেকে বালেশ্বরে ক্যাম্প করছেন। সেখান থেকে বাংলার যাত্রীদের সাহায্য করা হচ্ছে।

৪. শনিবার দুপুর ১২টা পর্যন্ত বাংলা থেকে পাঠানো হয়েছে ৩৪ জন চিকিৎসক, ১০টি বাস, ২০টি মিনি-ট্রাক এবং ৭০টি অ্যাম্বুলেন্স। পুলিশের দুটি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও বালেশ্বর যাচ্ছে।

৫. ত্রাণ ও উদ্ধারের কাজে ওড়িশার সঙ্গে সমন্বয় করতে মুখ্যসচিব সব জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে বালেশ্বরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল ও ওড়িশা সরকারের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

Next Article