Corona Update: রাজ্যে স্বস্তি দিচ্ছে করোনার গ্রাফ, তবে মৃত্যু বাড়ল আরও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 03, 2021 | 10:10 PM

Corona Update: দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে, তবে আজও করোনায় মৃতের সংখ্যা ১৩।

Corona Update: রাজ্যে স্বস্তি দিচ্ছে করোনার গ্রাফ, তবে মৃত্যু বাড়ল আরও
ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে (ছবি- পিটিআই)

Follow Us

কলকাতা : দেশ জুড়ে যখন ওমিক্রন আতঙ্ক, তখনও রাজ্যে করোনার গ্রাফ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। গতকালের তুলনায় ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে, মৃতের সংখ্যা ফের বাড়ল। গতকাল ১২ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। নমুনা পরীক্ষা গতকালের থেকে বাড়লেও আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় স্বস্তির ইঙ্গিত মিলছে।

গতকাল মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৭। আজ সেই সংখ্যা কমে হয়েছে ৬০৮। বৃহস্পতিবার মোট ৩৭ হাজার ৩৭৬ জনের করোনা পরীক্ষা হয়েছিল। আজ সেই সংখ্যা ৪০ হাজারেরও বেশি।

জেলা ভিত্তিক করোনা পরিস্থিতি একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

অলংকরণ- অভীক দেবনাথ

মালদহ– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২১ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

বীরভূম– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১১ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ০, শুক্রবার- ০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৫, শুক্রবার- ৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ১, শুক্রবার- ৪।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭০ জন। মৃত্যু: বৃহস্পতিবার- ৩, শুক্রবার- ৩।

আরও পড়ুন :

 

Next Article