নয়া দিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (COVID 19) আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৫৬ জন। যা বিগত ৩ মাসে সর্বনিম্ন। এর আগের দিন করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৭ জন। যার ফলে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এই নিয়ে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা হল ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১। এ পর্যন্ত মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন। এখন দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯।
নামতে নামতে ১৬০০-র নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। তবে গত দু’দিন যাবৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও আশা জাগাচ্ছে জেলায় জেলায় নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। কিন্তু উত্তর ২৪ পরগনার মতো জেলায় মৃত্যু এখনও ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩২। তার আগের দিন ২৯।
অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ১১৬ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ১৬৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ৩ শতাংশ।
সবিস্তারে পড়ুন: মৃত্যু বাড়ছে ২৪ পরগনা ও হুগলিতে, সংক্রমণ কমলেও আলগা হচ্ছে না করোনার মারণ কামড়
ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেল ‘মডার্না’ ভ্যাকসিন (Moderna Vaccine)। এই ভ্যাকসিন আমদানি করার জন্য ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর অনুমোদন চেয়েছিল ওষুধ সংস্থা ‘সিপলা’ (Cipla)। মঙ্গলবার তাঁদের সেই আবেদনে সাড়া দিয়েছে ডিসিজিআই। ভারতের জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য এই ভ্যাকসিন অনুমোদন পেল। এ দিন নীতি আয়োগের সদস্য ড. ভিকে পালও (VK Paul) এ কথা জানিয়েছেন। তবে এই ভ্যাকসিন আপাতত জনসাধারণকে দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে মডার্না ভ্যাকসিন দেওয়া হবে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। করোনা পরবর্তী অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
Union Education Minister Dr. Ramesh Pokhriyal Nishank was discharged from AIIMS, Delhi today. He was admitted to the hospital due to post COVID complications: AIIMS Sources
(File photo) pic.twitter.com/mdaT3WJTaF
— ANI (@ANI) June 29, 2021
ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮৫ জন। অ্যাকটিভ কেস ৩১ হাজার ৬১৯। এখনও অবধি মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭০ জনের।
Odisha reported 2,640 new #COVID19 cases, 3,385 recoveries, and 40 deaths in the last 24 hours.
Active cases: 31,619
Total recoveries: 8,70,787
Death toll: 3,970— ANI (@ANI) June 29, 2021
গত ২৪ ঘণ্টায় দেশে ৫২,৭৬,৪৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও অবধি টিকা পেয়েছেন ৩২,৯০,২৯,৫১০ জন।
বয়স মাত্র ১৩, তাতেই ভ্যাকসিন পেয়ে গেল মধ্য প্রদেশের (Madhya Pradesh) নাবালক। অন্তত এমনটাই বলছে কো-উইন থেকে আসা মেসেজ। কিন্তু দেশে ১৮ বছরের কমবয়সীদের টিকাকরণ তো শুরুই হয়নি। তাহলে বছর ১৩-এর ভেদান্ত ডাংরে কী করে ভ্যাকসিন পেল? সে কথাই ভাবছেন বাবা রজত ডাংরে। গত সোমবার ৭টা ২৭ মিনিটে তাঁর মোবাইলে মেসেজ এসেছে, যেখানে লেখায় রয়েছে বিশেষভাবে সক্ষম তাঁর ১৩ বছরের ছেলে করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছে।
বিস্তারিত পড়ুন: উলট পুরাণ! ‘ভ্যাকসিন পেল’ ১৩ বছরের নাবালক