Corona Cases Lockdown News: বঙ্গে পজিটিভিটি নামল ৩ শতাংশে, শেষ ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু, কমে এল সংক্রমণও

সুমন মহাপাত্র | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jun 30, 2021 | 12:20 AM

Corona Cases Lockdown News: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৭ জন।

Corona Cases Lockdown News: বঙ্গে পজিটিভিটি নামল ৩ শতাংশে, শেষ ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু, কমে এল সংক্রমণও
ছবি-পিটিআই

Follow Us

নয়া দিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (COVID 19) আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৫৬ জন। যা বিগত ৩ মাসে সর্বনিম্ন। এর আগের দিন করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৭ জন। যার ফলে দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এই নিয়ে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা হল ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১। এ পর্যন্ত মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন। এখন দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jun 2021 09:25 PM (IST)

    বঙ্গে পজিটিভিটি নামল ৩ শতাংশে, শেষ ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু, কমে এল সংক্রমণও

    নামতে নামতে ১৬০০-র নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। তবে গত দু’দিন যাবৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও আশা জাগাচ্ছে জেলায় জেলায় নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। কিন্তু উত্তর ২৪ পরগনার মতো জেলায় মৃত্যু এখনও ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩২। তার আগের দিন ২৯।

    অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ১১৬ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ১৬৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ৩ শতাংশ।

    সবিস্তারে পড়ুন: মৃত্যু বাড়ছে ২৪ পরগনা ও হুগলিতে, সংক্রমণ কমলেও আলগা হচ্ছে না করোনার মারণ কামড়

  • 29 Jun 2021 05:32 PM (IST)

    দেশে আসছে চতুর্থ ভ্যাকসিন, তবে সবার জন্য নয়

    ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেল ‘মডার্না’ ভ্যাকসিন (Moderna Vaccine)। এই ভ্যাকসিন আমদানি করার জন্য ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর অনুমোদন চেয়েছিল ওষুধ সংস্থা ‘সিপলা’ (Cipla)। মঙ্গলবার তাঁদের সেই আবেদনে সাড়া দিয়েছে ডিসিজিআই। ভারতের জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য এই ভ্যাকসিন অনুমোদন পেল। এ দিন নীতি আয়োগের সদস্য ড. ভিকে পালও (VK Paul) এ কথা জানিয়েছেন। তবে এই ভ্যাকসিন আপাতত জনসাধারণকে দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে মডার্না ভ্যাকসিন দেওয়া হবে।

    বিস্তারিত পড়ুন: দেশে আসছে চতুর্থ ভ্যাকসিন, তবে সবার জন্য নয়


  • 29 Jun 2021 03:10 PM (IST)

    হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষামন্ত্রী

    হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। করোনা পরবর্তী অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

  • 29 Jun 2021 10:52 AM (IST)

    ওড়িশায় নতুন করে সংক্রমিত ২ হাজার ৬৪০

    ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৬৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮৫ জন। অ্যাকটিভ কেস ৩১ হাজার ৬১৯। এখনও অবধি মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭০ জনের।

  • 29 Jun 2021 10:39 AM (IST)

    এখনও অবধি টিকা পেয়েছেন ৩২,৯০,২৯,৫১০ জন

    গত ২৪ ঘণ্টায় দেশে ৫২,৭৬,৪৫৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও অবধি টিকা পেয়েছেন ৩২,৯০,২৯,৫১০ জন।

  • 29 Jun 2021 09:55 AM (IST)

    উলট পুরাণ! ‘ভ্যাকসিন পেল’ ১৩ বছরের নাবালক

    বয়স মাত্র ১৩, তাতেই ভ্যাকসিন পেয়ে গেল মধ্য প্রদেশের (Madhya Pradesh) নাবালক। অন্তত এমনটাই বলছে কো-উইন থেকে আসা মেসেজ। কিন্তু দেশে ১৮ বছরের কমবয়সীদের টিকাকরণ তো শুরুই হয়নি। তাহলে বছর ১৩-এর ভেদান্ত ডাংরে কী করে ভ্যাকসিন পেল? সে কথাই ভাবছেন বাবা রজত ডাংরে। গত সোমবার ৭টা ২৭ মিনিটে তাঁর মোবাইলে মেসেজ এসেছে, যেখানে লেখায় রয়েছে বিশেষভাবে সক্ষম তাঁর ১৩ বছরের ছেলে করোনা টিকার প্রথম ডোজ় পেয়েছে।

    বিস্তারিত পড়ুন: উলট পুরাণ! ‘ভ্যাকসিন পেল’ ১৩ বছরের নাবালক