কলকাতা: রাজ্যে অনেকটাই কমল একদিনের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এই তথ্য উঠে এসেছে। পজিটিভিটি রেট ১২.৬৪ শতাংশ। শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হন ২ হাজার ২৩৭ জন। পজিটিভিটি রেট ছিল ১৪.৪১। সংক্রমণ বা পজিটিভিটি রেট কমলেও চিন্তায় রাখছে সংক্রমণে মৃত্যু। শুক্রবারের পর শনিবারও ৭ জন মারা গিয়েছেন কোভিডে।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – শনিবার আক্রান্ত ২৬৬ । শুক্রবার আক্রান্ত ৪১৯
উত্তর ২৪ পরগনা – শনিবার আক্রান্ত ৩০৬। শুক্রবার আক্রান্ত ৩৯০।
দক্ষিণ ২৪ পরগনা – শনিবার আক্রান্ত ৯৭ । শুক্রবার আক্রান্ত ৮১ ।
হাওড়া – শনিবার আক্রান্ত ৫৬। শুক্রবার আক্রান্ত ৩৯ ।
নদিয়া – শনিবার আক্রান্ত ২০। শুক্রবার আক্রান্ত ৫৮।
পশ্চিম বর্ধমান – শনিবার আক্রান্ত ১৩৯। শুক্রবার আক্রান্ত ১৭১।
পশ্চিম মেদিনীপুর- শনিবার আক্রান্ত ৮১। শুক্রবার আক্রান্ত ৭৩ ।
দার্জিলিং- শনিবার আক্রান্ত ৮৩। শুক্রবার আক্রান্ত ৭৫।
বীরভূম- শনিবার আক্রান্ত ১৪৯। শুক্রবার আক্রান্ত ২৩৭।
পূর্ব বর্ধমান- শনিবার আক্রান্ত ৮৭। শুক্রবার আক্রান্ত ৯৭ ।
পূর্ব মেদিনীপুর – শনিবার আক্রান্ত ১৭। শুক্রবার আক্রান্ত ২৭।
জলপাইগুড়ি – শনিবার আক্রান্ত ১০০। শুক্রবার আক্রান্ত ৯০।
মুর্শিদাবাদ- শনিবার আক্রান্ত ২৯। শুক্রবার আক্রান্ত ৩৪।
মালদহ – শনিবার আক্রান্ত ৭৮। শুক্রবার আক্রান্ত ৯৯।
উত্তর দিনাজপুর – শনিবার আক্রান্ত ২৯। শুক্রবার আক্রান্ত ৩৮ ।
আলিপুরদুয়ার – শনিবার আক্রান্ত ২৫। শুক্রবার আক্রান্ত ২২ ।
বাঁকুড়া – শনিবার আক্রান্ত ৩৩। শুক্রবার আক্রান্ত ১৯ ।
দক্ষিণ দিনাজপুর – শনিবার আক্রান্ত ৭৫। শুক্রবার আক্রান্ত ৫৮।
পুরুলিয়া – শনিবার আক্রান্ত ৬৫। শুক্রবার আক্রান্ত ৭২।
ঝাড়গ্রাম – শনিবার আক্রান্ত ৬ । শুক্রবার আক্রান্ত ৫।
কোচবিহার – শনিবার আক্রান্ত ৪০। শুক্রবার আক্রান্ত ২৯।
কালিম্পং – শনিবার আক্রান্ত ৪। শুক্রবার আক্রান্ত ৪।
হুগলি- শনিবার আক্রান্ত ৫৯। শুক্রবার আক্রান্ত ১০০।