ভোট তৃতীয়ার পর করোনা পরিস্থিতি ভয়ঙ্কর! কলকাতা-সহ চার জেলায় হুঁশিয়ারি, মৃত্যুর নিরিখেও স্বস্তি উধাও

Apr 07, 2021 | 3:29 PM

দ্বিতীয় ঢেউয়ে আরও বিপদজ্জনক করোনা (Corona Update)। ছড়াচ্ছে আরও দ্রুত হারে। আগামী চার সপ্তাহে দেশ জুড়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতি।

ভোট তৃতীয়ার পর করোনা পরিস্থিতি ভয়ঙ্কর! কলকাতা-সহ চার জেলায় হুঁশিয়ারি, মৃত্যুর নিরিখেও স্বস্তি উধাও
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দ্বিতীয় ঢেউয়ে আরও বিপদজ্জনক করোনা (Corona Update)। ছড়াচ্ছে আরও দ্রুত হারে। আগামী চার সপ্তাহে দেশ জুড়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতি। হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রকের। দেশবাসীর সহায়তা ছাড়া অতিমারি পরিস্থিতির মোকাবিলা করা কঠিন, বলছে কেন্দ্র। বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে ভারত।

এক নজরে দেখে নিন বাংলার পরিস্থিতি

কলকাতায় পজিটিভ রেট
মার্চের প্রথম সপ্তাহ ২.৩৩ শতাংশ
৫ এপ্রিলের পর ১০.৪৫ শতাংশ

উত্তর ২৪ পরগনায় পজিটিভ রেট
মার্চের প্রথম সপ্তাহ ১.৬১ শতাংশ
৫ এপ্রিলের পর ৭.৬১ শতাংশ

ভোট তৃতীয়ার শেষে দ্বিতীয় ভয়ঙ্কর হয়েছে করোনা পরিস্থিতি। গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে সাপ্তাহিক পজিটিভিটির রেট। সাত দিনের ব্যবধানে নতুন আক্রান্তের সংখ্যা আর গড় আক্রান্তের সংখ্যাও দ্বিগুণ। ২১ টি জেলায় করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। শীর্ষে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম ও পশ্চিম বর্ধমান। ধারাবাহিকভাবে কমছে সুস্থতার হার। মৃত্যুর পরিসংখ্যানে এতদিন যে স্বস্তি ছিল, তাও এবার উধাও।

উল্লেখ্য, বুধবার ফের লাখের গণ্ডি পেরল করোনা সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২৬৯ জন। বেড়েছে মৃতের সংখ্যাও। এক দিনে মৃত্যু হয়েছে ৬৩১ জনের। চোখ রাঙাচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। দৈনিক সংক্রমণ ৫৫ হাজার পার। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব রয়েছে প্রবল।

আরও পড়ুন: দেশ জুড়ে করোনার উর্ধ্বমুখী গ্রাফ, বড় সিদ্ধান্ত নিল রেল!

গত ২৪ ঘণ্টায় শুধু মুম্বইতে দশ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। পুণেতে ১১ হাজার ৪০ জন পজিটিভ, নাসিকে সংখ্যাটা ৪ হাজার ৩৫০ জন, নাগপুরে দৈনিক সংক্রমণ ৩ হাজার ৭৫৩ পজিটিভ কেস। ১১ টা রাজ্যের সংক্রমণ মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লক্ষ ৯৯ হাজার ৭৪৬জন। সক্রিয় রোগী ৮ লক্ষ ৪৩ হাজার ৭৭৯, মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ২০৮। করোনার দাপট রুখতে তাই ব্যাপক হারে জনসচেতনতা করার এই নির্দেশ দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা।

Next Article