কলকাতা: রবিবার মৃত্যু হয়েছে ৪ জনের। সোমবারও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪। রবিবার আক্রান্ত (Corona Infected) হয়েছেন ২৯৬ জন। তবে সোমবার এক ধাক্কায় মৃতের সংখ্যা খানিক কমে গেল। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন বলছে সোমবার করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। দৈনিক পজিটিভিটি হার দাঁড়িয়েছে ৩.১৮ শতাংশ।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –
কলকাতা – সোমবার আক্রান্ত ৫৯। রবিবার আক্রান্ত ৭১।
উত্তর ২৪ পরগনা – সোমবার আক্রান্ত ৩২। রবিবার আক্রান্ত ৬৬।
দক্ষিণ ২৪ পরগনা – সোমবার আক্রান্ত ২২। রবিবার আক্রান্ত ২৭।
হাওড়া – সোমবার আক্রান্ত ১৩। রবিবার আক্রান্ত ৯।
নদিয়া – সোমবার আক্রান্ত ১। রবিবার আক্রান্ত ৪।
পশ্চিম বর্ধমান – সোমবার আক্রান্ত ১০। রবিবার আক্রান্ত ১৩।
পশ্চিম মেদিনীপুর- সোমবার আক্রান্ত ৯। রবিবার আক্রান্ত ১৭।
দার্জিলিং- সোমবার আক্রান্ত ৪। রবিবার আক্রান্ত ৪।
বীরভূম – সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ২৩।
পূর্ব বর্ধমান- সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ৬।
পূর্ব মেদিনীপুর – সোমবার আক্রান্ত ৫। রবিবার আক্রান্ত ৪।
জলপাইগুড়ি – সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৯।
মুর্শিদাবাদ- সোমবার আক্রান্ত ০। রবিবার আক্রান্ত ২।
মালদহ – সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ১০।
উত্তর দিনাজপুর – সোমবার আক্রান্ত ০। রবিবার আক্রান্ত ০।
আলিপুরদুয়ার – সোমবার আক্রান্ত ৬। রবিবার আক্রান্ত ১।
বাঁকুড়া – সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৪।
দক্ষিণ দিনাজপুর – সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ৬।
পুরুলিয়া – সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৫।
ঝাড়গ্রাম – সোমবার আক্রান্ত ১। রবিবার আক্রান্ত ০।
কোচবিহার – সোমবার আক্রান্ত ১। রবিবার আক্রান্ত ৩।
কালিম্পং – সোমবার আক্রান্ত ০। রবিবার আক্রান্ত ১।
হুগলি – সোমবার আক্রান্ত ১৪। রবিবার আক্রান্ত ১১।