COVID Bulletin : বাংলায় চওড়া হচ্ছে করোনা থাবা, বুধবারকে ছাপিয়ে গেল বৃহস্পতিবারের দৈনিক আক্রান্তের সংখ্যা

COVID Bulletin : মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১৯। মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।

COVID Bulletin : বাংলায় চওড়া হচ্ছে করোনা থাবা, বুধবারকে ছাপিয়ে গেল বৃহস্পতিবারের দৈনিক আক্রান্তের সংখ্যা
রাজ্যে কিছুটা করোনা আক্রান্তের সংখ্যা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2022 | 8:44 PM

কলকাতা: বাড়ছে উদ্বেগ। বুধবারের সংখ্যাকেও ছাপিয়ে গেল বৃহস্পতিবারের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus infection)। কলকাতা, উত্তর ২৪ পরগনার পরে বৃদ্ধি দক্ষিণ ২৪ পরগনাতেও তিন অঙ্কের ঘরে দৈনিক আক্রান্ত। তবে কী শিয়রে কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ? এ প্রশ্নই ঘোরাফেরা করছে প্রশাসনিক মহলে। ৩০ জুন রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে জারি করা কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনার কবলে পড়েছেন ১৫২৪ জন। এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,২৯,৪২৫ জন।  অন্যদিকে গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১৯। মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১২.৭৪ শতাংশ। 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – বৃহস্পতিবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২১ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৫৮৯।

উত্তর ২৪ পরগনা –  বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩৮৮।

দক্ষিণ ২৪ পরগণা – বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১১৫ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৮৭। 

হাওড়া – বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৬৪। 

হুগলি – বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৬১ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৭৭।

পশ্চিম মেদিনীপুর – বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩১।

নদিয়া – বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩৮।

পশ্চিম মেদিনীপুর- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩০।

বীরভূম- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ২৫।

পূর্ব বর্ধমান- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ২৩।

পূর্ব মেদিনীপুর – বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ১৪।

জলপাইগুড়ি -বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ১২।

মুর্শিদাবাদ -বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ১০।

মালদহ -বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩।

উত্তর দিনাজপুর -বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩।

বাঁকুড়া- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৬। 

কোচবিহার- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৬।

দার্জিলিং- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ২৩।

পুরুলিয়া- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৫।

দক্ষিণ দিনাজপুর- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩।

ঝাড়়গ্রাম- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ১।

আলিপুরদুয়ার- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ৩।

কালিম্পং- বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন। বুধবার এ সংখ্যাটা ছিল ১।