Fire at Home: অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় নেমে এলেন দম্পতি, চমকে উঠলেন প্রতিবেশীরা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 12, 2022 | 8:22 PM

Fire at Home: রান্না করতে গিয়ে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Fire at Home: অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় নেমে এলেন দম্পতি, চমকে উঠলেন প্রতিবেশীরা
আচমকা আগুন লেগে যায় ঘরের ভিতরে

Follow Us

কলকাতা : অগ্নিদগ্ধ স্বামী স্ত্রী দুজনেই। অগ্নিদগ্ধ অবস্থায় বহুতল থেকে ছুটে রাস্তায় নেমে পড়লেন তাঁরা। এমন দৃশ্য দেখে কার্যত চমকে যান প্রতিবেশীরা। পরে তাঁদের কোনও রকমে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরাই। ইকোপার্ক থানা এলাকার ঘূণিকর ঘটনা। আশঙ্কা জনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন দম্পতি।

বুধবার বিকেল পাঁচটা নাগাদ নিউটাউন ঘূণি এলাকায় একটি বহুতলের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত চার বছর ধরে ওই বাড়িতে ভাড়ায় থাকতেন স্বামী গোলাম মোর্তজা ও স্ত্রী শাকিলা সুলতানা। বুধবার সন্ধেয় স্থানীয়রা আচমকা দেখতে পান জ্বলন্ত অবস্থায় দুজন ছুটে রাস্তায় বেরিয়ে পড়েছেন। প্রথমে হতভম্ব হয়ে যান স্থানীয়রা। তড়িঘড়ি সেই আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয় মানুষ।

আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আশঙ্কাজনক অবস্থায় সেখানে দুজনের চিকিৎসা চলছে। তবে কি থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। রান্না করতে গিয়ে আগুন লেগেছে বলে অনুমান এলাকার বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, ওই মহিলা রান্না করছিলেন। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায়। স্বামী তাঁকে বাঁচাতে গেলে তাঁরও গায়ে আগুন লেগে যায়। এরপর দুজন ছুটে রাস্তায় বেরিয়ে পড়েন।

এলাকার এক বাসিন্দা জানান, এ দিন তাঁরা হঠাৎই দেখতে পান, ওই দম্পতি গায়ে আগুন লাগা অবস্থায় নেমে আসেন বহুতল থেকে। সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বাড়ির ভিতর থেকেও আগুন বেরতে দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর দাবি, বাড়িতে রান্না করতে গিয়েই আগুন লেগে যায় কোনও ভাবে। আপাতত দুজনেরই চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ।

আরও পড়ুন : Covid Test in Diamond Harbour: একদিনে ৫৩ হাজার কোভিড পরীক্ষা ডায়মন্ড হারবারে, পজিটিভিটি রেট সর্বনিম্ন বলে দাবি সাংসদের

Next Article