Kuntal Ghosh letter: কুন্তলের সেই চিঠির তদন্ত করার নির্দেশ পুলিশ, সিবিআই-এর দুই পদস্থ কর্তাকে

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 22, 2023 | 12:05 AM

Kuntal Ghosh letter: কুন্তলের দাবি সত্যি কি না, জানতে সিসিটিভি ফুটেজও চাওয়া হয় জেল কর্তৃপক্ষের কাছে। আদালতের নির্দেশে জেলের অরিজিনাল রেজিস্ট্রার কপি, সমস্ত সিসিটিভি ফুটেজ সহ তিনটি হার্ড ডিস্কও জমা দেওয়া হয়েছে আদালতে।

Kuntal Ghosh letter: কুন্তলের সেই চিঠির তদন্ত করার নির্দেশ পুলিশ, সিবিআই-এর দুই পদস্থ কর্তাকে
কুন্তল ঘোষ (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একটি চিঠিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। আদালতে দেওয়া চিঠিতে তিনি দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাঁকে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। সেই চিঠির জল গড়ায় অনেক দূর। এবার সেই চিঠি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশ ও সিবিআই-এর দুই উচ্চপদস্থ কর্তাকে। আলিপুর বিশেষ আদালতের নির্দেশ, ওই চিঠির তদন্ত করবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

চিঠিতে অভিযোগ জানিয়েই শুধু থেমে থাকেননি কুন্তল ঘোষ। আদালতে প্রবেশ করার সময় সংবাদমাধ্যমের সামনেও জানিয়েছিলেন সেই বিস্ফোরক অভিযোগ। সেই অভিযোগ নিয়ে মামলা হয় হাইকোর্টেও। সেই মামলার রেশ ধরেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় তাঁকে। উল্লেখ্য, কুন্তলের এই মন্তব্যের ঠিক আগে এক দলীয় সভা থেকে অভিষেক বলেছিলেন, সারদা মামলায় অভিযুক্তদেরকে নাকি তাঁর নাম বলতে চাপ দেওয়া হয়েছিল। অভিষেক ও কুন্তলের বয়ানের মধ্যে মিল খুঁজে পাওয়াতেই অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছিল।

সুতরাং চিঠির ওজন যে কতটা বেশি, তা বোঝাই যাচ্ছে। কুন্তলের দাবি সত্যি কি না, জানতে সিসিটিভি ফুটেজও চাওয়া হয় জেল কর্তৃপক্ষের কাছে। আদালতের নির্দেশে জেলের অরিজিনাল রেজিস্ট্রার কপি, সমস্ত সিসিটিভি ফুটেজ সহ তিনটি হার্ড ডিস্কও জমা দেওয়া হয়েছে আদালতে।

Next Article