কলকাতা: টানা ১৮ ঘণ্টা কালীঘাটের কাকুর পুরনো অফিসে তল্লাশি ইডির। সোমবার দুপুরের পর থেকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র পুরনো অফিস ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ (Leaps and Bounds)-এ হানা কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। রাতভর সেখানে তল্লাশি চলে ইডির। মঙ্গলবার ভোরে যখন তদন্তকারীরা নিউ আলিপুরে অবস্থিত ওই অফিস থেকে বের হনস হাতে তিনটি ব্যাগ। সূত্রের খবর, এখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
সোমবার শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। মূলত কালীঘাটের কাকুর সঙ্গে যোগ রয়েছে এমনই কিছু জায়গায় যান তদন্তকারীরা। কাকুর আলিপুরের ফ্ল্যাটে যেমন তল্লাশি চালিয়েছে ইডি, গিয়েছিল তাঁর জামাইয়ের ফ্ল্যাটেও। যায় লিপস অ্যান্ড বাউন্ডস অফিসেও। রাতভর সেখানে ইডি তদন্ত চালায়।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। ইতিমধ্যেই ইডির চার্জশিট কাকুর নামের উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এই ‘ভদ্রকাকু’।
২০১৬ সাল পর্যন্ত এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম ডিরেক্টর পদে ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁরই সংস্থা এসডি কনসালটেন্সি। ইডির চার্জশিটে বলা হয়েছে, বিভিন্ন দফায় এসডি কনসালটেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর অ্যাকাউন্টে টাকা জমা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৯৫ লাখ ১ হাজার টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে বলে সূত্রের খবর।