COVID Bulletin: সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক আক্রান্ত এখনও হাজারের বেশি! আপনার জেলায় পরিস্থিতি কেমন? জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 25, 2022 | 11:21 PM

COVID 19: সোমবার রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৭৫৯ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।

COVID Bulletin: সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক আক্রান্ত এখনও হাজারের বেশি! আপনার জেলায় পরিস্থিতি কেমন? জেনে নিন...
কোন জেলায় করোনা পরিস্থিতি কেমন?

Follow Us

কলকাতা : রাজ্যে করোনার চতুর্থ ঢেউ সামাল দিতে তৎপর হয়ে স্বাস্থ্য দফতর। জোর দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ়ে। সোমবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন। মাঝে আরও অনেকটা বেড়ে গিয়েছিল সংক্রমণ। রবিবারও দৈনিক সংক্রমণ ছিল ১ হাজার ৮১৭। সোমবার তুলনায় দৈনিক সংক্রমণ অনেকটাই কম। পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন অনেকে। সোমবার রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৭৫৯ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। জেলাগুলির মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০৩ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৩৬।  পাশাপাশি বীরভূম জেলাতেও ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে –

কলকাতা – সোমবার আক্রান্ত হয়েছেন ২০৩ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩১৬।

উত্তর ২৪ পরগনা – সোমবার আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩৪।

দক্ষিণ ২৪ পরগনা – সোমবার আক্রান্ত হয়েছেন ৩৬ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০।

হাওড়া – সোমবার আক্রান্ত হয়েছেন ১৪ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪৮।

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি

নদিয়া – সোমবার আক্রান্ত হয়েছেন ১২ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬২।

পশ্চিম বর্ধমান – সোমবার আক্রান্ত হয়েছেন ৫৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৪।

পশ্চিম মেদিনীপুর- সোমবার আক্রান্ত হয়েছেন ২৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৯।

দার্জিলিং- সোমবার আক্রান্ত হয়েছেন ৫৪ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৭।

বীরভূম- সোমবার আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩৮।

পূর্ব বর্ধমান- সোমবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৩।

পূর্ব মেদিনীপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ১০ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৯।

জলপাইগুড়ি – সোমবার আক্রান্ত হয়েছেন ৪০ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১১৩।

মুর্শিদাবাদ- সোমবার আক্রান্ত হয়েছেন ৬ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৬।

মালদহ – সোমবার আক্রান্ত হয়েছেন ২৪ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৯।

উত্তর দিনাজপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৬।

আলিপুরদুয়ার – সোমবার আক্রান্ত হয়েছেন ৩২ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৯।

বাঁকুড়া – সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৮।

দক্ষিণ দিনাজপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ৫৩ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৯।

পুরুলিয়া – সোমবার আক্রান্ত হয়েছেন ৩৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০।

ঝাড়গ্রাম – সোমবার আক্রান্ত হয়েছেন ৪ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১।

কোচবিহার – সোমবার আক্রান্ত হয়েছেন ৭ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩২।

কালিম্পং – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭।

হুগলি- সোমবার আক্রান্ত হয়েছেন ৩৬ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৭।

Next Article