মিলল না বেড, অ্যাম্বুলেন্সেই মৃত্যু, ১১ ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে দেহ

Apr 30, 2021 | 10:54 AM

রাত ভর দেহ নিয়ে বাড়িতেই বসে রয়েছেন করোনা (COVID 19) আক্রান্ত স্ত্রী। রাতে বাড়িতে দেহ নামিয়ে দিয়ে যায় অ্যাম্বুলেন্স (Ambulance)।

মিলল না বেড, অ্যাম্বুলেন্সেই মৃত্যু, ১১ ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে দেহ
মৃত্যু অবরসরপ্রাপ্ত রেলকর্মীর

Follow Us

কলকাতা: করোনা (COVID 19) আক্রান্তের মৃতদেহ দেহ নিয়ে হয়রানির ঘটনা নতুন নয়। সৎকারের ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে পরিবারকে, এমনকি মিলছে না ডেথ সার্টিফিকেটও। রাজ্য সরকার ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা দিলেও এখনও সেই সমস্যা জারি আছে। বাগুইআটিতেও (Baguiati) এবার ঘটল একই ঘটনা। ১১ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে রয়েছে করোনা আক্রান্তের মৃতদেহ। ডেথ সার্টিফিকেটও মেলেনি। শুধু তাই নয়, আক্রান্তকে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরেও মেলেনি বেড। অ্যাম্বুলেন্সেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।

বাগুইআটি রঘুনাথপুরের ঘটনা। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন অসিত দে নামে অবসরপ্রাপ্ত ওই রেলকর্মী। করোনা পরীক্ষা হলে বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সন্ধের পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই ৭০ বছর বয়সী স্বামীকে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালের খোঁজে বেরোন স্ত্রী। কোনও হাসপাতালেই জায়গা পাননি বলে অভিযোগ তাঁর। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বলা হয় তাঁকে। স্ত্রী রমা দে জানিয়েছেন অ্যাম্বুলেন্সের মৃত্যু হয় তাঁর স্বামীর। এরপর মৃতদেহ নিয়ে কী করবেন তা বুঝতে পারেননি, কোনও সাহায্যও পাননি। বাড়িতেই দেহ নামিয়ে দিয়ে যায় অ্যাম্বুলেন্স।

এ ভাবে বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সে মৃত্যু হওয়া সত্ত্বেও সকাল পর্যন্ত মৃতদেহ সৎকারের কোনও ব্যবস্থা হয়নি। বছর ৬৫-র রমা দেবী নিজেও করোনা আক্রান্ত। রাত থেকে দেহ নিয়ে অপেক্ষা করছেন তিনি। এখনও কোনও চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট পাননি। বিভিন্ন জায়গায় ফোন করেও কোনও সাহায্য পাননি। সকালে খোঁজ খবর নিতে আসে পুলিশ। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দেহ সৎকারের কোনও ব্যবস্থা হয়নি।

আরও পড়ুন: হাতে স্যালাইনের চ্যানেল! ওষুধ কিনে ফিরছি বলে শ্যামবাজারের ‘করোনা আক্রান্ত’ বৃদ্ধাকে সমুদ্র ধারে রেখে দিয়ে এলেন নাতি!

এ ভাবে ডেথ সার্টিফিকেট নিয়ে সমস্যা হচ্ছে বলেই দিন কয়েক আগে এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, বাড়িতে থাকা অবস্থায় কোনও ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যান, তাঁর ডেথ সার্টিফিকেট দেবেন সংশ্লিষ্ট চিকিৎসক যাঁর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। এ ছাড়া, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলে, সে ক্ষেত্রেও বদলানো হয়েছে ডেথ সার্টিফিকেট দেওয়ার নিয়ম। যে হাসপাতাল থেকে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল, ডেথ সার্টিফিকেট দিতে হবে সেখানকার ডাক্তারকেই।

Next Article