কলকাতা: শহরজুড়ে কোভিশিল্ডের হাহাকার। কলকাতা পুরসভার কাছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নেই। যে কারণে শুক্রবার থেকেই পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বন্ধ রাখতে হয়েছে টিকাকরণ। দুশ্চিন্তা পুরোপুরি দূর না হলেও সামান্য স্বস্তি দিয়ে শনিবার কলকাতা বিমানবন্দরে নামল কোভিশিল্ডের সাড়ে ৩ লক্ষ ডোজ়। এই পরিমাণ টিকা একেবারেই পর্যাপ্ত নয়, এ কথা পরিষ্কারভাবে মেনে নিচ্ছে স্বাস্থ্য দফতর। যদিও কয়েকজন মজার ছলে বলছেন, “নাই মামার চেয়ে কানা মামা ভাল।”
বলবেন না-ই বা কেন! যে কোভিশিল্ড গত কয়েক মাস ধরে রাজ্য ও জেলায় তুলনামূলক সহজলভ্য থেকেছে, এখন তারই ভাঁড়ার শূন্য কলকাতা পুরসভায়। ফলে প্রথম ডোজ় তো দূরেই থাক, যারা দ্বিতীয় ডোজ়ের অপেক্ষাতেও রয়েছেন, তাঁদের হা পিত্যেশ করা ছাড়া উপায় থাকছে না। স্বাস্থ্যভবন মনে করছে, পুরসভার ভুল নীতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে পুরসভা। দায়ী করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কম টিকা পাঠানোর বিষয়টিকে।
এই অবস্থায় শনিবার বিকেলে কলকাতায় এসে পৌঁছেছে ৩ লক্ষ ৫৭ হাজার ২৪০ ডোজ় কোভিশিল্ড। পাশাপাশি, এ দিনই শহরে এসেছে ১ লক্ষ ডোজ় কোভ্যাক্সিনও। স্বাস্থ্য দফতর আশাবাদী, এর ফলে যে তীব্র সঙ্কট দেখা দিয়েছে তা কিছুটা হলেও মিটবে। তবে স্বাস্থ্যভবন সূত্রে খবর, এই পরিমাণ ভ্যাকসিন কোনও মতেই পর্যাপ্ত নয়।
সূত্রের খবর, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে প্রায় ১৭ লক্ষ ভ্যাকসিন মজুত রয়েছে। পাশাপাশি কোনও ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সেই জন্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ভ্যাকসিন নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভ্যাকসিনগুলি বাগবাজারে সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মজুত করা হবে। আরও পড়ুন: রাজীব আর পদ্মের ‘সিলেবাসে নেই’, অভিষেক-সাক্ষাতের পরই স্পষ্ট করল বিজেপি