Meenakshi Mukherjee: ‘কোথায় সরকার, কোথায় পুলিশ?’, আরজি কর-এ গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মীনাক্ষীরা
Meenakshi Mukherjee: এমনকী ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও তুলেছেন প্রশ্ন। মীনাক্ষী বলছেন, “যাঁরা এখানে ময়নাতদন্ত করল তাঁরা কারা? সেই লিস্ট দিতে হবে। যাঁরা জুনিয়র তাঁদের নিয়ে ফরেন্সিক রিপোর্ট হচ্ছে? আমরা কাউকে অভিযোগের নিশানার বাইরে রাখছি না।”
মীনাক্ষী বলছেন, “যে হাসপাতালে মেয়েটির ডেড বডি পাওয়া গেল সেই হাসপাতালে মেয়েটির ময়নাতদন্ত কী করে হতে পারে? খুনও হবে আমারই হাসপাতালে আর আমিই ময়নাতদন্তের রিপোর্ট ঠিক করে দেব? কোথায় আছে সরকার, কোথায় পুলিশ? আমরা বারবার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছি। পুলিশকে অনুরোধ করেছি। ডিসি সাহেবের কাছে দু’বার গিয়েছি। আমরা বাধ্য হয়েছি ডেড বডির গাড়ি দাঁড় করাতে। শুধু ২ মিনিট বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু পুলিশ দাদাগিরি করল।”
এমনকী ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়েও তুলেছেন প্রশ্ন। মীনাক্ষী বলছেন, “যাঁরা এখানে ময়নাতদন্ত করল তাঁরা কারা? সেই লিস্ট দিতে হবে। যাঁরা জুনিয়র তাঁদের নিয়ে ফরেন্সিক রিপোর্ট হচ্ছে? আমরা কাউকে অভিযোগের নিশানার বাইরে রাখছি না। এর ভিতরে বিশাল চক্রান্ত আছে। আমাদের সন্দেহ পুলিশ কিছু লুকানোর চেষ্টা করছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)