CPIM in Bengal: একুশের পর চব্বিশেও কি বাংলায় লড়বে সংযুক্ত মোর্চা? নতুন ইঙ্গিত সেলিমের

সুজয় পাল | Edited By: Soumya Saha

Feb 14, 2024 | 6:10 PM

CPIM: বৃহস্পতিবার মুর্শিদাবাদ যাচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা কমিটির পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন ঘোষণা করে দিয়েছেন, তাঁর দল একাই লড়বে, তখন বহরমপুরে অধীর-সেলিম বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে।

CPIM in Bengal: একুশের পর চব্বিশেও কি বাংলায় লড়বে সংযুক্ত মোর্চা? নতুন ইঙ্গিত সেলিমের
নওশাদ সিদ্দিকী, মহম্মদ সেলিম, অধীর চৌধুরী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: একুশের বিধানসভা ভোটের মতো কি এবার লোকসভা ভোটেও বাংলায় আরও একটা ‘সংযুক্ত মোর্চা’ বানাতে চাইছে বঙ্গ সিপিএম? অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গেল সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায়। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ও আইএসএফের জন্য আলোচনার দরজা খুলে দিলেন সেলিম।

বৃহস্পতিবার মুর্শিদাবাদ যাচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা কমিটির পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন ঘোষণা করে দিয়েছেন, তাঁর দল একাই লড়বে, তখন বহরমপুরে অধীর-সেলিম বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। অধীরের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেলিমের? লোকসভার মহারণে বাম-কংগ্রেস আসন সমঝোতার কথা কি উঠে আসবে সেখানে?

বুধবার বিকেলে কলকাতায় সাংবাদিক বৈঠকে বসে নিজেই খোলসা করলেন মহম্মদ সেলিম। বললেন, “অধীরবাবু যেহেতু জেলায় আছেন, তাঁর সঙ্গেও নিশ্চয়ই সাক্ষাৎ হবে। সাক্ষাৎ যখন হবে, তখন কথাবার্তাও হবে। আন্দোলন, সংগ্রাম, মুর্শিদাবাদে যে অন্যায় হয়েছে, সেই সব নিয়ে কথা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আমরা বিজেপি ও তৃণমূল বিরোধী শক্তিকে যে এককাট্টা করতে চাইছি, সেই মতো কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গেও কথা বলব।”

তাহলে কি লোকসভা ভোটের আসন সমঝোতা নিয়েও কথা হবে অধীরের সঙ্গে? প্রশ্ন করায় সেলিমের উত্তর, ‘আমার কথাগুলির অর্থ সেটাই। তবে এটা তো একতরফা হয় না, যখন কথা হবে, তখন কথা হবে। সব নিয়েই কথা হবে।’

Next Article