CPIM: সম্মেলনে হাতাহাতি থেকে তন্ময় ‘অস্বস্তি’, ‘অনুশাসন’ প্রশ্নে কী স্থির হল CPIM-র রাজ্য কমিটির বৈঠকে?

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Nov 14, 2024 | 11:33 PM

CPIM: প্রসঙ্গত, কয়েকদিন আগে সিপিআইএমের টালিগঞ্জ ২ এরিয়া কমিটির সম্মেলন ঘিরে অশান্তি হয়েছিল। প্রকাশ্যে এসেছিল সেই অশান্তির মুহূর্তের ভিডিয়ো। একইসঙ্গে তন্ময় ভট্টাচার্য এর সাসপেন্ড কেন? কেন দ্রুত পদক্ষেপ, তার বিস্তারিত ব্যাখ্যাও এদিনের বৈঠকে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

CPIM: সম্মেলনে হাতাহাতি থেকে তন্ময় ‘অস্বস্তি’, ‘অনুশাসন’ প্রশ্নে কী স্থির হল CPIM-র রাজ্য কমিটির বৈঠকে?
কী ঠিক হল বৈঠকে?
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: উপভোটের মুখে লিবারেশনের সঙ্গে ‘জোট’ করেছে বামফ্রন্ট। ‘জোট’ করেই ভোটেও লড়েছে। তা নিয়ে চর্চার অন্ত নেই। এদিকে বিগত কয়েকদিনে তন্ময় ভট্টাচার্যের ঘটনা থেকে এরিয়া কমিটির সম্মেলনে ঝামেলা, একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দলের ‘অনুশাসন’। এরিয়া কমিটির সম্মেলনে যাতে অনুশাসন থাকে, তা দেখতে বৃহস্পতিবারের সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক থেকে জেলা নেতৃত্বের কাছে গেল বিশেষ নির্দেশ। সূত্রের খবর, শৃঙ্খলার প্রশ্নে কোনও আপোষ করা নয়, স্পষ্ট বার্তা দলীয় স্তরে দিয়েছেন সিপিআইএমের রাজ্য নেতৃত্ব।

প্রসঙ্গত, কয়েকদিন আগে সিপিআইএমের টালিগঞ্জ ২ এরিয়া কমিটির সম্মেলন ঘিরে অশান্তি হয়েছিল। প্রকাশ্যে এসেছিল সেই অশান্তির মুহূর্তের ভিডিয়ো। একইসঙ্গে তন্ময় ভট্টাচার্য এর সাসপেন্ড কেন? কেন দ্রুত পদক্ষেপ, তার বিস্তারিত ব্যাখ্যাও এদিনের বৈঠকে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর ব্যাখ্যায় সিপিআইএম রাজ্য সম্পাদক জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক মহিলা সাংবাদিক অশালীন আচরণের অভিযোগ করছেন দলের এক নেতার বিরুদ্ধে। সে ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না করলে মানুষের মধ্যে সিপিআইএম সম্পর্কে ভুল বার্তা যেত। মানুষ সিপিআইএম সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ পেতেন, সেই জায়গা থেকে দলের ভাবমূর্তির স্বার্থে পদক্ষেপ করা হয়েছে। সেই সঙ্গে এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্য এর বিষয়টি কোন পর্যায়ে রয়েছে তাও বৈঠকে জানিয়েছেন মহম্মদ সেলিম। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে হয় এই বৈঠক।

এদিনের বৈঠকে তিলোত্তমার বিচার এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সেই সূত্রেই উঠে এসেছে সিজিও অভিযানে প্রসঙ্গ। সব কিছু ঠিকঠাক থাকলে ২১ নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযান করবে সিপিআইএম। ওই দিন সিবিআইয়ের হাতে তিলোত্তমার হত্যা এবং ধর্ষণের ঘটনায় তদন্তের ১০০ দিন পূর্তি হবে। সেই কারণেই ওইদিনকে বেছে নেওয়া হতে পারে বলে এদিনের সিপিআইএমের দীর্ঘ সময় চলা রাজ্য কমিটির বৈঠকে স্থির হয়েছে।

Next Article