কলকাতা: লোকসভা ভোটে বাংলা থেকে আশানুরূপ ফল করেনি বিজেপি। বরং আসন সংখ্যা আরও কমেছে। ১৮ থেকে কমে ১২ আসনে ঠেকেছে পদ্ম শিবির। আসন সংখ্যার নিরিখে বিজেপি পিছিয়ে পড়লেও, এই ফলাফল দেখে বিজেপি-বিরোধীদের অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই বলেই মনে করছেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বিজেপির আসন কমলেও পদ্ম শিবিরের বিরোধীদের বিপদ যে এখনও কাটেনি, টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেটাই বোঝানোর চেষ্টা করেন তিনি।
বাংলায় ভোটের রেজাল্টের ব্যাখ্যা দিতে গিয়ে সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান থেমে থাকছে না। এবারও ভোটে বিজেপি আসন কম পেয়েছে, কিন্তু এটাকে বাড়িয়ে দেখার কোনও কারণ নেই। এবার গোটা দেশেই মোদী-বিরোধী হাওয়া ছিল। সেই কারণেই পশ্চিমবঙ্গের বিরাট সংখ্যক মানুষ রাজ্য রাজনীতিতে পিছনে রেখে, জাতীয় রাজনীতিকে সামনে রেখে ভোট দিয়েছেন। কিন্তু সবসময় এমন থাকবে না।’
তাঁর ব্যাখ্যায়, একুশের বিধানসভা ভোটে কিংবা চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল এককভাবে বিজেপিকে ঠেকায়নি। এর পাশাপাশি বাংলার নাগরিক সমাজ, উদার বামপন্থী সমাজের ভূমিকাও ছিল যথেষ্ট। বিজেপি বিরোধী লড়াইয়ে ‘নো ভোট টু বিজেপি’ কর্মসূচিও ভাল প্রভাব ফেলেছে। কিন্তু এটা অনন্তকাল ধরে চলবে না, সেটাও মনে করিয়ে দিচ্ছেন তিনি। তাঁর মতে, বাংলায় বিজেপিকে রুখতে গেলে, পদ্ম শিবিরকে পিছনে ফেলে রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে আবার উঠে আসতে হবে বামপন্থী শক্তিকে। বামপন্থীরা রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসলেই বিজেপির উত্থান ঠেকানো সম্ভব বলে মনে করছেন সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক।