কলকাতা: এবার রাজ্য বিজেপির অন্দরে তৈরি হল বিতর্ক। পুলিশের সমালোচনা করে কেন তাঁদেরই নিরাপত্তা চাওয়া হচ্ছে সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের সমাবেশের দিন রাজ্যজুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির। সেই অভিযানে জায়গায়-জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর প্রকাশ্যে আসে। কোথাও বিডিওকে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট দেওয়া হয়, কোথাও আবার চুড়ি উপহার দেওয়া হয়। ওই দিনই আবার ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে ব্লক স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বিষয়টিকে যথেষ্ঠ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে গেরুয়া শিবির। এমনকী সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নালিশ করবেন বলেও জানান শুভেন্দু-সুকান্তরা। এই পরিস্থিতিতে পুলিশের সাহায্য চেয়ে একটি মেইল পাঠানো হয়েছে বিজেপি-র তরফে। আর তা নিয়েই যত বিতর্ক।
বিজেপি-র যুব নেতাদের বক্তব্য,সব নেতারা যখন বলছে পুলিশ এখন তৃণমূলের শাখা সংগঠন। তখন কেন তাদের কাছে যাওয়া হচছে নিরাপত্তা জন্য ? উঠছে প্রশ্ন। প্রয়োজন হলে আদালতে যাওয়া উচিত। তা না হলে সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে। রাজ্য নেতৃত্বের কাছে এই ভাবে বেশ কিছু প্রতিবাদ জমা পড়ছে।
গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যায়, কেউ কেউ বলছে,তৃণমূলের এই কর্মসূচিকে কি ভয় পাচ্ছে বিজেপি? যদিও, এই নিয়ে বিজেপি নেতৃত্ব কোন কথা বলতে চাননি। তাঁদের একটাই মত, গোটা বিষয়টি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখছেন।